Ajker Patrika

আইজিপির সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগের সুপারিশ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৭: ২১
আইজিপির সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগের সুপারিশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সিল-স্বাক্ষর নকল করে কনস্টেবল নিয়োগের সুপারিশের অভিযোগে স্বপন সিংহ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শহর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান। গ্রেপ্তার স্বপন সিংহ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বিরেন্দ্রনাথ সিংহের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ফকিরহাটের সিংগাতী এলাকার প্রান্ত শীল বাপ্পিকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার জন্য দশ লাখ টাকা চুক্তি করেন স্বপন সিংহসহ চারজন। চাকরি দেওয়ার জন্য তাঁরা নিজেদের আইজিপির ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দেয়।

বাপ্পির পরিবারের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর ও একটি ফাঁকা চেক নেয় তাঁরা। পুলিশ সুপারের বরাবর কনস্টেবল পদে আবেদনপত্রের একটি কপির পাশে আইজিপির নকল সিল ও স্বাক্ষর দিয়ে বাপ্পির পরিবারের কাছে দিয়ে গোপনে বাগেরহাটের পুলিশ সুপার বরাবর জমা দেওয়ার জন্য বলেন। বাপ্পির পক্ষ থেকে আবেদনটি তাঁদের দপ্তরে জমা দেয়।

পুলিশ আবেদনটি যাচাই-বাছাই করে আইজিপির সিল ও স্বাক্ষর জাল বলে জানতে পারে। পরে বাপ্পির মা যুথিকা শীলের অভিযোগের ভিত্তিতে স্বপন সিংহকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে আরও তিনজন জড়িত রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত