Ajker Patrika

দুমকিতে বিজ্ঞান মেলা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১১: ১৯
দুমকিতে বিজ্ঞান মেলা

Bring Your Idea to Life এই স্লোগান সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে সৃজনী বিদ্যানিকেতনের (উচ্চ মাধ্যমিক) শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় এ মেলা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপউপাচার্য বলেন, ‘বিজ্ঞান শিক্ষাকে হাতিয়ার করে বর্তমান সময়ের সব ধরনের যুদ্ধকে মোকাবিলা করতে হবে। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নের অন্যতম হাতিয়ার ও নির্দেশক হচ্ছে দেশটির শিক্ষা কাঠামোতে বিজ্ঞানের গ্রহণযোগ্যতা।’

মেলায় ভূমিকম্প পূর্বাভাস যন্ত্র, সামুদ্রিক লবণ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য শক্তি ঘর, ইকো ফ্রেন্ডলি ভিলেজ, রোবটিক আর্ম, ভাসমান বাড়ি, আগ্নেয়গিরির সুপ্ততা যাচাই, সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, পানি ও পেট্রল দিয়ে গ্যাস উৎপাদন সহ ১৮ টি প্রকল্প প্রদর্শিত হয়। এ ছাড়া প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বিজ্ঞান চিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সৃজনি বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা উদ্ভাবনে উৎসাহিত করতেই আমাদের এই মেলার আয়োজন। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত