Ajker Patrika

কাশ্মীরে মানবাধিকারকর্মী গ্রেপ্তারে ক্ষুব্ধ জাতিসংঘ

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২: ১৩
কাশ্মীরে মানবাধিকারকর্মী গ্রেপ্তারে ক্ষুব্ধ জাতিসংঘ

কাশ্মীরের পরিচিত মানবাধিকারকর্মী খুররম পারভেজকে গত সোমবার গ্রেপ্তার করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে’ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল নিশ্চিত করেছেন এনআইএর এক মুখপাত্র।

সোমবার বিকেলে গ্রেপ্তারের আগে কাশ্মীরের শ্রীনগরে খুররমের ঘর ও অফিসে তল্লাশি চালায় এনআইএয়ের সদস্যরা। তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ এবং কিছু বই জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রের বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ এবং ‘সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠনের জন্য অর্থ সংগ্রহের’ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যে আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তাতে খুররমকে বিনা বিচারে ছয় মাস আটক রাখা যাবে। তা ছাড়া এ অভিযোগ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

খুররমের সংগঠন ‘জম্মু-কাশ্মীর কোয়ালিশন অব সিভিল সোসাইটি (জেকেসিসিএস)’ অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘন করায় বিজেপির সমালোচনা করে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর থেকে সে বিজেপির কুনজরে পড়ে।

সোমবার খুররমকে গ্রেপ্তার করাটা ‘বিরক্তিকর’ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ প্রতিবেদক মেরি ললর এক টুইটে লেখেন, ‘সে তো সন্ত্রাসী নয়। সে একজন মানবাধিকারকর্মী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত