Ajker Patrika

শ্যামনগরে নৌকার কর্মীদের ওপর হামলা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
শ্যামনগরে নৌকার কর্মীদের ওপর হামলা

শ্যামনগরে নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শমসের আলী ঢালী। গত সোমবার রাতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে শমসের আলী ঢালী অভিযোগ করেন, স্থানীয় জামায়াত কর্মী ও বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ শুরু থেকেই তাঁর নির্বাচনী প্রচারণায় নানাভাবে বিঘ্ন সৃষ্টি করছে। গত সোমবার রাতে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়িতে ফেরার পথে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় আব্দুর রউফের লোকজন তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা করে। প্রতিপক্ষের হামলায় আহত কাশিমাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরাফাত হোসেনকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাঁর কর্মীসমর্থকদের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে।

খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টো তাঁর লোকজনের ওপর ক্ষিপ্ত হয়। পথসভা করার অনুমতি না থাকার অভিযোগ এনে তাঁর কর্মীদের ওপর চড়াও হয়।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ বাহ্যিকভাবে আওয়ামী লীগের যোগদান করলেও স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীসমর্থকদের নিজের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে। আব্দুর রউফের ইন্ধনে তার লোকজন শমসের আলী ঢালীর কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘র‍্যালির সামনের দিকে আমি ছিলাম, পেছনে কী হইছে আমি বলতে পারব না। তবে পরে শুনছি আমার লোকজনের ওপর নৌকার লোকজন হামলা করেছে।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ কোনো লিখিত অভিযোগ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত