Ajker Patrika

যৌন ব্যবসার অভিযোগে আটক ৪

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১: ৫০
যৌন ব্যবসার অভিযোগে আটক ৪

মুরাদনগরে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার নিমাইকান্দি এলাকার ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলা সদরের দক্ষিণপাড়ার বাসিন্দা বিল্লাল হোসেন, তিতাস উপজেলার আফজাল কান্দি গ্রামের ওয়াসিম এবং আটক দুই নারীর একজনের বাড়ি চান্দিনা উপজেলায় ও অপরজন মুরাদনগরের বাসিন্দা।। এঁদের মধ্যে বিল্লাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এদিকে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সঙ্গে আটক বিল্লাল হোসেনের ছবি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব মো. সেলিম সরকার বলেন, ‘বিল্লাল স্বেচ্ছাসেবক লীগের কেউ না। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আহসানুল আলম সরকার কিশোরের ছত্রছায়ায় এসব অপকর্ম করছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খাইরুল ইসলাম বলেন, ‘বিল্লাল একা না। তাঁর সঙ্গে আরও কয়েকজন রয়েছেন, যাঁরা উপজেলার বিভিন্ন স্থানে মাদকসহ এ ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন। এর ফলে আমরা বিব্রত বোধ করছি।’

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘বিল্লাল স্বেচ্ছাসেবক লীগের কেউ না। আমি যেহেতু জনপ্রিয় নেতা সেহেতু অনেক লোক আমার সঙ্গে ছবি তুলতে পারেন। আমি কাউকে আশ্রয়-প্রশ্রয় দেই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত