Ajker Patrika

নৌকার বিরোধিতা করে পদ হারালেন ৮ নেতা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
নৌকার বিরোধিতা করে পদ হারালেন ৮ নেতা

নরসিংদীর রায়পুরায় দলের গঠনতন্ত্র ও নির্দেশনা অমান্য করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পীরজাদা কাজী মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক জিএম তালেব হোসেন স্বাক্ষরিত একাধিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর এলাহী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সেলিম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীব চন্দ্র বিশ্বাস, সাহিত্যবিষয়ক সম্পাদক মহসিন খন্দকার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবু তাহের, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনামুল হক সরকার।

জানা গেছে, তৃতীয় ধাপে রায়পুরায় মোট ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিদ্রোহী চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহী ও মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া আরও ছয় আওয়ামী লীগ নেতা বিদ্রোহীদের পক্ষে কাজ করেন। এতে ১২ ইউপির সাতটিতে নৌকার ভরাডুবি হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূঁইয়া বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী ও নৌকার বিরুদ্ধে কাজ করায় কেন্দ্রীয় নির্দেশে ওই আটজনকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত