Ajker Patrika

সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব সবারই

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬: ২০
সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব সবারই

খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থেকে এ সব সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে।’ গত বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় খুলনার সিটি মেয়র আরও বলেন, ‘দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। তাই আমাদের নগরীর প্রতিটি ওয়ার্ডের নেতা–কর্মীদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা সভাটি সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, মো. আশরাফুল ইসলাম, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, আইনজীবী মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, ফেরদৌস হোসেন লাবু, জামিরুল হুদা জহর, মফিজুর রহমান জিবলু, খ ম লিয়াকত। সভায় আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, শেখ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর প্রমুখ।

এ ছাড়া সভায় শেখ মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মাহবুবুল আলম বাবলু মোল্লা, শেখ সৈয়দ আলী, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, অধ্যাপক আব্দুল জব্বার, এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, আইনজীবী ইব্রাহীম খলিল ইমন, কাউন্সিলর কাজী আবুল কালাম বিকু, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর আইনজীবী মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত