Ajker Patrika

বাজিতপুরে নতুন ভোটার ১৫ হাজার ৩২২ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বাজিতপুরে নতুন ভোটার  ১৫ হাজার ৩২২ জন

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১৯ হাজার ২১৯ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৩৪৬ জন ভোটারকে কর্তন ও স্থানান্তর হন ৪৮০ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১৫ হাজার ৩২২ জন। তার মধ্যে পুরুষ ৮ হাজার ১৮৪ আর মহিলা ৭ হাজার ১৩৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৭৩৭ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত মাসে বাজিতপুর উপজেলার এক পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। খন্দকার জাহাঙ্গীর হোসেন আরও জানান, এরপরও যে-কেউ নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত