Ajker Patrika

ভয়ংকর এক রাত পেরিয়ে শেষ হলো প্রহেলিকা

ভয়ংকর এক রাত পেরিয়ে শেষ হলো প্রহেলিকা

মাহফুজ আহমেদ ও বুবলীকে নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। সিনেমার নাম ‘প্রহেলিকা’। সিলেটে দৃশ্যধারণ শেষে ইউনিট নিয়ে নির্মাতা গিয়েছিলেন সেন্ট মার্টিন। একটি রোমান্টিক গানের শুটিং করবেন। শুটিং শেষে সেখান থেকে ফেরার পথেই পুরো ইউনিট মুখোমুখি হলো এক ভয়ংকর অভিজ্ঞতার। প্রায় সারা রাত সবাই সাগরের বুকে ভেসে রইলেন আতঙ্ক বুকে নিয়ে।

তাঁদের বহন করা এমভি বে ওয়ান জাহাজটি কক্সবাজার হয়ে ফিরছিল চট্টগ্রামে। বেলা আড়াইটায় সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসা জাহাজটি রাত আটটায় কক্সবাজার পৌঁছানোর কথা থাকলেও নয়টা বেজে যায়। এমভি বে ওয়ান জাহাজটি কক্সবাজার গভীর সমুদ্রে এসে থামলে আরেকটি লাইটার জাহাজ যাত্রীদের নিয়ে তীরে ফেরার কথা।

কিন্তু সমুদ্র উত্তাল থাকায় লাইটার জাহাজ সেই জাহাজের কাছে ভিড়তে পারছিল না।

যদি জাহাজ ভিড়তে না পারে তাহলে যাত্রীরা ফিরবেন কীভাবে? সাগর কি উত্তাল হয়ে উঠবে আরও? এমনি নানা আতঙ্কে শিল্পী-কলাকুশলীরা নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। কী করবেন বুঝতে পারছিলেন না। এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নেই কারও। অবশেষে পুরো টিমের কক্সবাজার ফিরতে ভোর হয়ে যায়।

সেই ঘটনার বর্ণনা দিয়ে চয়নিকা চৌধুরী জানান, ‘মধ্যসাগরে আমরা আটকে ছিলাম। দূর থেকে দেখেছি, আমাদের শিফট করে নিয়ে যাওয়ার জাহাজটার কী অবস্থা! কী যে গেছে সময়টা। সবাই সৃষ্টিকর্তাকে ডাকছিল।’

বুবলী, মাহফুজ আহমেদ ও নির্মাতা চয়নিকা চৌধুরীমাহফুজ আহমেদ বলেন, ‘কখনো ভাবিনি মধ্য সমুদ্রে এভাবে আটকা পড়ব। বারবার যখন ঘোষণা দেওয়া হচ্ছিল, আমরা অস্বাভাবিক পরিস্থিতি ফেস করছি, তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল। এমনটা নাকি কখনো হয় না। এমভি বে ওয়ান থেকে যে জাহাজ আমাদের কক্সবাজার নিয়ে যাবে, অস্বাভাবিক পরিস্থিতির কারণে সেটি কাছে আসতে পারছিল না। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ, কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি।’

এমন ভয়ংকর পরিস্থিতির পরেও থেমে নেই ‘প্রহেলিকা’ টিম। সকালে কক্সবাজার ফিরেই গানের শুটিং করা হয়। কক্সবাজারে শুটিংয়ের মধ্য দিয়েই ক্যামেরা বন্ধ হয়েছে চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমার। চয়নিকা চৌধুরী বলেন, ‘আজ (গতকাল) পুরো শুটিং শেষ হয়েছে। আমার স্বপ্ন পূরণে “প্রহেলিকা”র কাছ থেকে জীবনের সেরাটিই পেয়েছি। এই সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে।’

চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ কয়েকটি শাখায় জাতীয় পুরস্কার জিতেছিল। ‘প্রহেলিকা’ নিয়ে চয়নিকার প্রত্যাশা ও স্বপ্ন আরও বেশি। এই সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত