Ajker Patrika

আলালের বিরুদ্ধে যশোরে সমন জারি

যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
আলালের বিরুদ্ধে যশোরে সমন জারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে সমন জারি করেছেন যশোর আদালত। গতকাল বুধবার দুপুরে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের করা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেওয়া হয়।

যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান সমন জারির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী ও আইনজীবী সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক। আসামি মোয়াজ্জেম হোসেন আলাল দলীয় বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অশালীন, বানোয়াট, মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, ‘এখন আর তসবি পট্টি নাই। কপালে তিলক চন্দন দেয় আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে ফষ্টি নষ্টি করেসহ বিভিন্ন বক্তব্য দেন।’

মামলার অভিযোগে বাদী আরও বলেছেন, আসামি এই রূপ আক্রমণাত্মক বিদ্বেষ সৃষ্টিকারী বক্তব্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সুনাম সম্মান ও মানহানি হয়েছে। আসামির ওই বক্তব্য ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বিন্যাসে প্রচার ও প্রকাশ করে আওয়ামী লীগ সরকার ও রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ বক্তব্য প্রকাশ ও সম্প্রচার হওয়ায় দেশের মধ্যে অস্থিরতা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার উপক্রম হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত