Ajker Patrika

ভোটে কারচুপির অভিযোগ তিন কাউন্সিলর প্রার্থীর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১০: ৫৩
ভোটে কারচুপির অভিযোগ তিন কাউন্সিলর প্রার্থীর

সদ্য অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করেছেন তিন কাউন্সিলর প্রার্থী। গতকাল শনিবার দুপুরে পৌরসভার বক্তারপুর এলাকায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উট পাখি প্রতীকের প্রার্থী শহিদুল ইসলামের বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

এ সময় শহিদুলের সঙ্গে কাউন্সিলর প্রার্থী আল আমিন মিয়া ও মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া তাঁদের পোলিং এজেন্টসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রার্থী ও পোলিং এজেন্টরা জানান, প্রশাসনের সহযোগিতায় ডিজিটাল ভোট কারচুপির ঘটনা ঘটেছে। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া প্রার্থী ও জনসাধারণের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করে দেয়। কেন্দ্রের ভেতরে এজেন্টদের হাতে ফলাফল না দিয়ে তাদের জিম্মি করে জোর করে রেজাল্ট শিটে স্বাক্ষর আদায় করে নেয় পুলিশ।

তাঁরা অভিযোগ করেন, পরে প্রিসাইডিং অফিসার ফাঁকা মাঠে তাদের পছন্দের প্রার্থী, ৩ নম্বর অবস্থানে থাকা ডালিম প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে চলে যান। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত