Ajker Patrika

অমর একুশে বইমেলা: শোকের আবহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অমর একুশে বইমেলা: শোকের আবহ

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি প্রত্যেক বাঙালির কাছে আবেগের, গর্বের। একুশের আগের দিনেই গতকাল মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় তার আভাস পাওয়া গেল। তরুণদের কেউ কেউ পরেছিলেন কালো পাঞ্জাবি, তরুণীরা কালো শাড়ি। কারও শাড়িতে আঁকা বর্ণমালা।

ভাষার মাসে ভাষা নিয়ে বই বেরোবে না, তা কি হয়! বিভিন্ন স্টল ঘুরে জানা গেছে, এবার ভাষা নিয়ে বেশ কিছু বই এসেছে মেলায়। ঐতিহ্য প্রকাশ করেছে মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও স্মৃতিকেন্দ্রিক পাঁচটি বই। এর মধ্যে ‘ভাষাশহীদ আবুল বরকত: নেপথ্যকথা’ বইটি লিখেছেন পশ্চিমবঙ্গের লেখক-গবেষক বদরুদ্দোজা হারুন। আছে প্রয়াত কবি বেলাল চৌধুরীর অমর একুশে-বিষয়ক স্মৃতি ও ভাবনার সংকলন ‘একুশের স্মৃতি ও ভাবনা’। ভাষা আন্দোলন ঘিরে বাংলার বরেণ্য কথাশিল্পীদের ২১টি গল্পের সংকলন ‘একুশের ২১ গল্প’ সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। মুনীর চৌধুরীর ‘দুষ্প্রাপ্য রচনা’ এবং জহির রায়হানের ‘আত্মকথা ও অন্যান্য রচনা’ গ্রন্থ দুটি সংকলন ও সম্পাদনা করেছেন কাজী জাহিদুল হক।

বাতিঘর প্রকাশ করেছে ‘আমাদের ভাষার লড়াই’; লিখেছেন বদরুদ্দীন উমর। ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে শিশু-কিশোরদের কৌতূহল মেটাতে পারে বইটি। অ্যাডর্ন প্রকাশনী বের করেছে ভিন্নধর্মী বই ‘দ্রাবিড় আন্দোলনের জনক ও তামিল ভাষাসংগ্রামী পেরিয়ার ই ভি রামাস্বামী’; বইটি লিখেছেন জয়নাল হোসেন।  

গতকাল বইমেলায় দর্শনার্থীর ভিড় তেমন ছিল না। কোনো কোনো প্রকাশক বলেছেন, বিক্রি ভালো; কেউ বলেছেন, ভালো না। অ্যাডর্ন প্রকাশনীর বিক্রয়কর্মী মোহাম্মদ হারুন বলেন, ‘ভেবেছিলাম পরের দিকে বিক্রি ভালো হবে, কিন্তু খুব একটা ভালো বিক্রি হচ্ছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত