Ajker Patrika

হাঁপ ছেড়ে বাঁচলেন ঐশী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৫
হাঁপ ছেড়ে বাঁচলেন ঐশী

গত বছরের ডিসেম্বরে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জান্নাতুল ফেরদৌস ঐশীর। একই মাসের শেষ দিকে মুক্তি পায় তাঁর দ্বিতীয় সিনেমা ‘রাত জাগা ফুল’। এরপর এক বছর কেটে গেলেও নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি এই নায়িকার। কয়েকটি সিনেমার কাজ অবশ্য করেছিলেন। কিন্তু সেগুলো দর্শকদের সামনে আসতে একটু বেশিই সময় নিচ্ছিল। ঐশীও অপেক্ষায় ছিলেন নতুন কাজ নিয়ে আসার। নায়িকার সেই অপেক্ষা ফুরাচ্ছে। নতুন বছরের শুরুতেই আসবে ঐশী অভিনীত মিশন এক্সট্রিমের দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’। ৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ ছাড়া সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘আদম’ ও ‘নূর’ নামে ঐশী অভিনীত আরও দুটি সিনেমা। নতুন বছরে এ দুটিও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন প্রযোজকেরা। তিনটি সিনেমা নিয়েই অনেক উচ্ছ্বসিত ঐশী। তিনি বলেন, ‘সিনেমাগুলোর কাজ অনেক আগেই শেষ করেছি। দর্শকেরাও প্রশ্ন করছিল কবে হলে আসবে। ‘‘নূর’’ যখন সেন্সরে আটকে গিয়েছিল, আমিও চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। খবরটি শুনে মনে হয়েছে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম।’

মিশন এক্সট্রিমের মতো ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায়ও ঐশীর সঙ্গে আছেন আরিফিন শুভ। বানিয়েছেন যৌথভাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিনেমাটি নিয়ে ঐশী বলেন, ‘এই সিনেমার জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। টিজার রিলিজের পর সবাই অনেক প্রশংসা করেছে। এবার হলে দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’

‘আদম’ ও ‘নূর’ নিয়ে ঐশী জানান, ‘আশির দশকের একটা গ্রামীণ গল্পে আদম বানিয়েছেন আবু তাওহীদ হিরণ। এতে আমার চরিত্রের নাম সাজিয়া। নারীপ্রধান গল্প। এ পর্যন্ত আমার করা সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র এটি। আর ‘‘নূর’’ পুরোপুরি ভালোবাসার গল্প। এতেও আমার নায়ক আরিফিন শুভ।’

 বর্তমান ব্যস্ততা নিয়ে ঐশী জানান, ব্যাটে-বলে না মেলার কারণে চলতি বছর কোনো কাজ করা হয়নি তাঁর। এ ছাড়া পড়ালেখার ব্যস্ততাও ছিল। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু কাজ নিয়ে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলেই সবকিছু জানাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

জুলাই সনদ কার্যকরে সংবিধান আদেশ জারি ও বৈধতায় গণভোটের সুপারিশ আইন বিশেষজ্ঞদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত