Ajker Patrika

বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৩: ০৫
বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

বাল্যবিবাহ বন্ধে সবাইকে এগিয়ে এসে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সক্ষমতা বৃদ্ধিমূলক উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজি, ইমাম, অভিভাবক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের বাল্যবিবাহ নিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এমন পরামর্শ দেন তিনি।

গতকাল রোববার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালন কমিটি জাইকার সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বাল্যবিবাহ দিনের পর দিন ব্যাপক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করে সমাজ থেকে বাল্যবিবাহ চিরতরে বিদায় দিতে হবে। অশিক্ষা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে আইনের তোয়াক্কা না করেই বাল্যবিবাহ হয়ে আসছে। সবাই সচেতন হলে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।

মাটিরাঙ্গা উপজেলা পরিচালনা কমিটি ও জাপান ইন্টারন্যাশনাল এজেন্সি জাইকার উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যাহর সভাপতিত্বে মাটিরাঙ্গা থানার পুলিশ (তদন্ত) মো. আমজাদ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ নারীশিক্ষার অগ্রগতি ব্যাহত হয় এবং এর কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে মন্তব্য করে বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ আইনে ২২টি ধারা আছে। এর মধ্যে ১৯ ধারা বিশেষ শর্তসম্পর্কিত। বাল্যবিবাহ হলেই এর জন্য শাস্তির বিধান রয়েছে। জন্মনিবন্ধন সনদ ব্যতীত কোনো অবস্থায়ই নিকাহ রেজিস্ট্রার যেন বিবাহ নিবন্ধন না করেন সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, কাজি, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত