Ajker Patrika

পাঁচ দিনের বিসিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১: ২৮
পাঁচ দিনের বিসিক উন্নয়ন প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে পাঁচ দিনব্যাপী নারী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ‘অর্ধেক পুরুষ অর্ধেক নারী, শিল্প গড়ি বাড়ি বাড়ি’ প্রতিপাদ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের এর আয়োজন করে।

গতকাল রোববার সকালে বিসিক কার্যালয়ে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বিসিকের উপব্যবস্থাপক মো. মুনতাসীর মামুনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে ৩০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, নিজে উদ্যোক্তা হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকার যখন নারীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়, তাহলে নারীদেরও এগিয়ে আসতে হবে। বিসিকের উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের পক্ষে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ‘পার্বত্য জেলা পরিষদ সবার পরিষদ। উন্নয়নের জন্য জেলা পরিষদ সব সময় প্রস্তুত। জন্ম থেকে কেউ ধনী বা বড় লোক হোক হয় না। সবাই শূন্য থেকে শুরু করে এসেছি। স্থানীয় ঐতিহ্যবাহী শিল্প বিকাশের জন্য উদ্যোক্তা হওয়া প্রয়োজন।’

জেলা বিসিক কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মো. রহমত উল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. নুরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা অমিত বড়ুয়া, ফিল্ড সুপারভাইজার সাতুআই মারমা, প্রশিক্ষণার্থী রামু ত্রিপুরা, পিংকি বড়ুয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত