সম্পাদকীয়
সুনির্মল বসুর ছেলেবেলাটা কেটেছিল গিরিডিতে। শহরটির নাম শুনলেই প্রফেসর শঙ্কুর নাম মনে পড়ে যাবে। সত্যজিৎ রায়ের দারুণ যে দুজন নায়ক আছেন, তাঁদের মধ্যে ফেলুদা বাদে যিনি থাকেন, তিনিই প্রফেসর শঙ্কু। সেই শঙ্কুর অস্তিত্ব আদতে ছিল না, কিন্তু সুনির্মল বসু যে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন লেখক হিসেবে, সে কথা তো সবারই জানা।
সুনির্মল বসু পরীক্ষা দিয়েছেন। শিগগিরই পরীক্ষার ফল বের হবে। ফলের খোঁজে অনেকেই ডাকঘরে যায়। সেখানে কিছু নতুন খবর পাওয়ার সম্ভাবনা আছে। একদিন পাটনা থেকে একটি ছেলের নামে চিঠি এল। ছেলেটি চেঁচিয়ে উঠল, ‘হুররে, আমাদের পরীক্ষার ফল বেরিয়েছে, আমি প্রথম বিভাগে পাস করেছি!’
সুনির্মলরা ছেলেটিকে ঘিরে ফেলল। গিরিডি স্কুল থেকে যারা পাস করেছে, তাদের সবার নাম ছিল সেই চিঠিতে। শোনা গেল, গিরিডি স্কুল থেকে সবসুদ্ধ পাস করেছে ২১ জন, তাদের মধ্যে ৯ জন প্রথম বিভাগে, ৭ জন দ্বিতীয় বিভাগে, আর ৫ জন তৃতীয় বিভাগে পাস করেছে। অনেক কষ্টে চিঠিটা হাতে পেয়ে সুনির্মল দেখলেন, প্রথম বিভাগ পাওয়া ৯ জনের মধ্যে তাঁর নামও আছে। তিনি সাইকেলে করে রুদ্ধশ্বাসে ছুটলেন বাড়ির দিকে। পথে বন্ধু ছোটুয়ার সঙ্গে দেখা। সুনির্মল সাইকেল চালাতে চালাতেই বললেন, ‘ছোটুয়া..., ফার্স্ট ডিভিশন।’ ছোটুয়া ‘আরে ইয়ার’ বলে কথা শুরু করেছিল। কিন্তু ছুটতে থাকা সুনির্মলের কানে তা পৌঁছাল না।
বাড়ির রোয়াকে বসে ছিলেন মেজ মামা। দূর থেকে পাসের খবর দিলেন সুনির্মল। বাতের ব্যথা অগ্রাহ্য করে মেজ মামা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির ভেতরে গিয়ে খবর দিয়ে এলেন। সবাই খুশি, কিন্তু মন গলল না বাবার। তিনি বললেন, ‘যা, গাধা কোথাকার। ফল বের হওয়ার দেরি আছে। তুই বাজে খবর শুনেছিস।
তারপরও পাটনায় এক বন্ধুপুত্রকে সুনির্মলের রোল নম্বর দিয়ে টেলিগ্রাম পাঠালেন বাবা। বিকেলে এল টেলিগ্রামের উত্তর। হ্যাঁ, প্রথম বিভাগ!
বাবা এবার নিশ্চিত হয়ে বললেন, ‘যাক—প্রথম বিভাগে গেছিস!’
সূত্র: সুনির্মল বসু, জীবনখাতার কয়েক পাতা, পৃষ্ঠা ২১৮-২১০
সুনির্মল বসুর ছেলেবেলাটা কেটেছিল গিরিডিতে। শহরটির নাম শুনলেই প্রফেসর শঙ্কুর নাম মনে পড়ে যাবে। সত্যজিৎ রায়ের দারুণ যে দুজন নায়ক আছেন, তাঁদের মধ্যে ফেলুদা বাদে যিনি থাকেন, তিনিই প্রফেসর শঙ্কু। সেই শঙ্কুর অস্তিত্ব আদতে ছিল না, কিন্তু সুনির্মল বসু যে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন লেখক হিসেবে, সে কথা তো সবারই জানা।
সুনির্মল বসু পরীক্ষা দিয়েছেন। শিগগিরই পরীক্ষার ফল বের হবে। ফলের খোঁজে অনেকেই ডাকঘরে যায়। সেখানে কিছু নতুন খবর পাওয়ার সম্ভাবনা আছে। একদিন পাটনা থেকে একটি ছেলের নামে চিঠি এল। ছেলেটি চেঁচিয়ে উঠল, ‘হুররে, আমাদের পরীক্ষার ফল বেরিয়েছে, আমি প্রথম বিভাগে পাস করেছি!’
সুনির্মলরা ছেলেটিকে ঘিরে ফেলল। গিরিডি স্কুল থেকে যারা পাস করেছে, তাদের সবার নাম ছিল সেই চিঠিতে। শোনা গেল, গিরিডি স্কুল থেকে সবসুদ্ধ পাস করেছে ২১ জন, তাদের মধ্যে ৯ জন প্রথম বিভাগে, ৭ জন দ্বিতীয় বিভাগে, আর ৫ জন তৃতীয় বিভাগে পাস করেছে। অনেক কষ্টে চিঠিটা হাতে পেয়ে সুনির্মল দেখলেন, প্রথম বিভাগ পাওয়া ৯ জনের মধ্যে তাঁর নামও আছে। তিনি সাইকেলে করে রুদ্ধশ্বাসে ছুটলেন বাড়ির দিকে। পথে বন্ধু ছোটুয়ার সঙ্গে দেখা। সুনির্মল সাইকেল চালাতে চালাতেই বললেন, ‘ছোটুয়া..., ফার্স্ট ডিভিশন।’ ছোটুয়া ‘আরে ইয়ার’ বলে কথা শুরু করেছিল। কিন্তু ছুটতে থাকা সুনির্মলের কানে তা পৌঁছাল না।
বাড়ির রোয়াকে বসে ছিলেন মেজ মামা। দূর থেকে পাসের খবর দিলেন সুনির্মল। বাতের ব্যথা অগ্রাহ্য করে মেজ মামা খোঁড়াতে খোঁড়াতে বাড়ির ভেতরে গিয়ে খবর দিয়ে এলেন। সবাই খুশি, কিন্তু মন গলল না বাবার। তিনি বললেন, ‘যা, গাধা কোথাকার। ফল বের হওয়ার দেরি আছে। তুই বাজে খবর শুনেছিস।
তারপরও পাটনায় এক বন্ধুপুত্রকে সুনির্মলের রোল নম্বর দিয়ে টেলিগ্রাম পাঠালেন বাবা। বিকেলে এল টেলিগ্রামের উত্তর। হ্যাঁ, প্রথম বিভাগ!
বাবা এবার নিশ্চিত হয়ে বললেন, ‘যাক—প্রথম বিভাগে গেছিস!’
সূত্র: সুনির্মল বসু, জীবনখাতার কয়েক পাতা, পৃষ্ঠা ২১৮-২১০
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫