Ajker Patrika

রাতে কথা-কাটাকাটি সকালে মিলল লাশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৯
রাতে কথা-কাটাকাটি সকালে মিলল লাশ

যশোরের মনিরামপুরে আকবর সানা (৩৬) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে উপজেলার পারখাজুরা সানা পাড়ার একটি ঘর থেকে ওই ব্যক্তির গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আকবর সানার স্ত্রী রহিমা বেগমকে পুলিশ আটক করেছে।

আকবর সানার ডান কান রক্তাক্ত ছিল। তাঁর গলায় ওড়না জড়ানো ছিল। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে রহিমা তাঁর স্বামীকে হত্যা করেছেন।

আকবর সানা ওই গ্রামের আরশাদ সানার ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। এ দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ আকবরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্বজনরা জানান, আকবর ফেরি করে বাগেরহাট এলাকায় ভাঙ্গারি কিনতেন। দুই-এক মাস পরপর তিনি বাড়িতে আসতেন। এ সুযোগে আকবরের স্ত্রী রহিমা বেপরোয়া চলাফেরা করতেন। প্রতিবার কর্মস্থল থেকে বাড়ি ফিরলে এসব নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হতো আকবরের।

আকবর সানার চাচাতো ভাই তরিকুল ইসলাম বলেন, ‘সোমবার আকবর বাড়ি ফিরে আসার পর অনেক রাত পর্যন্ত তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে। সকালে ফজরের নামাজের জন্য রহিমাকে ডাকতে যান আকবরের বড় ভাবি জোসনা বেগম। তখন অনেকবার দরজা ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায়, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মাটিতে আকবরের লাশ পড়ে আছে। পাশে বসে তাঁর স্ত্রী কাঁদছেন।’

তরিকুল বলেন, ‘আকবর যদি রাতে কিছু করবেন, তাহলে তাঁর স্ত্রীর টের পাওয়ার কথা। তখন রহিমা আমাদের ডাকাডাকি করতে পারতেন, কিন্তু তেমন কিছু করেননি রহিমা।’

তরিকুল বলেন, ‘আমাদের ধারণা, কথা-কাটাকাটির একপর্যায়ে আকবরের কানে আঘাত করেছেন রহিমা। স্বামীর অণ্ডকোষ টিপে তিনি তাঁকে হত্যা করেছেন। পরে গলায় ওড়না জড়িয়ে দিয়ে ভিন্ন কিছু বোঝাতে চেয়েছেন।’

আকবরের স্ত্রী রহিমা খাতুন বলেন, ‘অনেক রাত পর্যন্ত আমাদের কথা-কাটাকাটি হয়েছে। তখন আমি ওরে গলায় ওড়না দিয়ে মরতে বলেছি। এর পর আমার ঘুম এসে যায়। ভোরে উঠে দেখি আমার স্বামীর গলায় ওড়না গিট দেওয়া। তাঁর লাশ নিচে পড়ে আছে।’

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বানী ইসরাইল বলেন, ‘ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে বলা যাচ্ছে না। আকবরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নিয়েছি।’

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত