Ajker Patrika

৬০০ বস্তা সার নিয়ে ট্রলারডুবি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ১৯
৬০০ বস্তা সার নিয়ে ট্রলারডুবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৬০০ বস্তা ডিএপি সার নিয়ে ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে গেছে। গতকাল সোমবার ভোর ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী ১ সেতুর নিচে নোঙর করে থাকা অবস্থায় অন্য ট্রলারের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।

এতে ৪ লাখ ২০ হাজার টাকার সারের ক্ষতি হয়েছে দাবি সংশ্লিষ্টদের। এ সময় ট্রলারের মাঝিসহ ৩ জন স্টাফ সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারের নূপুর এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. বাদল মিয়া কুমিল্লার দাউদকান্দি থেকে ৬০০ বস্তা সার নিয়ে সৈয়দপুরের উদ্দ্যেশে ট্রলার করে রওনায় দেয়। উপজেলার কুচিয়ামোড়া আসলে রাত হয়ে যাওয়ায় ট্রলারটি ধলেশ্বরী ১ সেতুর নিচে নোঙর করে রাখা হয়। সে সময় অন্য একটি ট্রলার যাওয়ার সময় সার বোঝাই ট্রলারটিকে ধাক্কা। এতে ট্রলারটি একপাশ কাত হয়ে ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, ‘আমরা ডিলার কর্তৃক খবর পেয়ে ঘটনাস্থল যাই। সারগুলো আমাদের নভেম্বর মাসের জন্য বরাদ্দ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত