Ajker Patrika

পলাশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৩৯
পলাশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যার ১৭ দিন পর মামলার এজাহারভুক্ত আসামি রুবেল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসামি রুবেল শেখ চর মল্লিকপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে এক দল পুলিশ গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে ঢাকার মহম্মদপুর এলাকা থেকে পলাশ মাহমুদ হত্যা মামলার আসামি রুবেল শেখকে (২৫) গ্রেপ্তার করে লোহাগড়া থানায় নিয়ে আসেন।

গত শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডের পাশে নবগঙ্গা নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ফুলকুচি উদ্ধার করেন।

ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃত আসামি রুবেল শেখ নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ব্যাপারে ওসি শেখ আবু হেনা মিলনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘পলাশ মাহমুদ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য গত ২৫ অক্টোবর রাতে চর মল্লিকপুর গ্রামে খোকন শেখের ছেলে যুবলীগ কর্মী পলাশ মাহমুদকে (২৮) হত্যা করে একদল দুর্বৃত্তরা। হত্যার ঘটনায় নিহত পলাশের মা পলি বেগম বাদী হয়ে ২৮ অক্টোবর ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত