Ajker Patrika

ভূঞাপুরে কালোজিরা চাষে ভাগ্য বদলের স্বপ্ন

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ৩৮
ভূঞাপুরে কালোজিরা চাষে ভাগ্য বদলের স্বপ্ন

ভূঞাপুরে কালোজিরা চাষ কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখাচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় মসলাজাতীয় এই ফসল উৎপাদনে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। কালোজিরা এখন চরাঞ্চলের কৃষকের কাছে ‘কালো সোনা’ হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের মুখে এনে দিয়েছে হাসি। এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কালোজিরার চাষ হয়েছে। যমুনায় জেগে ওঠা চর এখন সবুজের সমারোহ।

আবহাওয়া উপযোগী হওয়ায় উপজেলার গাবসারা, অর্জুনা, নিকরাইল ইউনিয়নসহ বেশ কয়েকটি চরাঞ্চলে কালোজিরার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার যমুনার চরাঞ্চলে কালোজিরা চাষে এ বছর কৃষকদের আগ্রহ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ বছর উপজেলায় ১৮ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে। এর মধ্যে বারি কালোজিরা-১ জাতের চাষ হয়েছে বেশি। এ জাতটির জীবনকাল ১৩৫ থেকে ১৪৫ দিন। হেক্টরপ্রতি এর গড় ফলন ০ দশমিক ৮০ থেকে ১ দশমিক ০ টন হয়ে থাকে। স্থানীয় জাতের তুলনায় এ জাতে রোগবালাইয়ের আক্রমণও খুব কম হয়।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তাঁরা। বিঘায় (৩৩ শতাংশ) ৪ থেকে সাড়ে ৪ মণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার মূল্যে প্রতি মণ কালোজিরা ১৫ থেকে ১৬ হাজার টাকা।

অর্জুনা গ্রামের মিনহাজ উদ্দিন বলেন, ‘এ বছর আমি এক বিঘা জমিতে কালোজিরা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি প্রায় ৪ মণ উৎপাদন হবে। বাজারে কালোজিরা দাম অন্যান্য ফসলের চেয়ে অনেক বেশি। আশা করছি লাভ ঘরে তুলতে পারব।’

চাষি ইদ্রিস মিয়া বলেন, ‘চরাঞ্চলের বালি মাটি ও আবহাওয়া কালোজিরা চাষের জন্য উপযোগী। এ বছরে কালোজিরার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবির জানান, কৃষকদের মধ্যে কম খরচে বেশি লাভের জন্য বিভিন্ন ধরনের মসলা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে এ অঞ্চলের চাষিদের। তাই এ বছর যমুনার চরাঞ্চলে ব্যাপক হারে কালোজিরার চাষ হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করছি এ বছর প্রতি একরে ১৩ থেকে ১৪ মণ কালোজিরা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিরাও অনেক খুশি। কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে উপজেলা কৃষি অধিদপ্তর।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত