ভূঞাপুর প্রতিনিধি
ভূঞাপুরে কালোজিরা চাষ কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখাচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় মসলাজাতীয় এই ফসল উৎপাদনে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। কালোজিরা এখন চরাঞ্চলের কৃষকের কাছে ‘কালো সোনা’ হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের মুখে এনে দিয়েছে হাসি। এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কালোজিরার চাষ হয়েছে। যমুনায় জেগে ওঠা চর এখন সবুজের সমারোহ।
আবহাওয়া উপযোগী হওয়ায় উপজেলার গাবসারা, অর্জুনা, নিকরাইল ইউনিয়নসহ বেশ কয়েকটি চরাঞ্চলে কালোজিরার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার যমুনার চরাঞ্চলে কালোজিরা চাষে এ বছর কৃষকদের আগ্রহ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ বছর উপজেলায় ১৮ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে। এর মধ্যে বারি কালোজিরা-১ জাতের চাষ হয়েছে বেশি। এ জাতটির জীবনকাল ১৩৫ থেকে ১৪৫ দিন। হেক্টরপ্রতি এর গড় ফলন ০ দশমিক ৮০ থেকে ১ দশমিক ০ টন হয়ে থাকে। স্থানীয় জাতের তুলনায় এ জাতে রোগবালাইয়ের আক্রমণও খুব কম হয়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তাঁরা। বিঘায় (৩৩ শতাংশ) ৪ থেকে সাড়ে ৪ মণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার মূল্যে প্রতি মণ কালোজিরা ১৫ থেকে ১৬ হাজার টাকা।
অর্জুনা গ্রামের মিনহাজ উদ্দিন বলেন, ‘এ বছর আমি এক বিঘা জমিতে কালোজিরা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি প্রায় ৪ মণ উৎপাদন হবে। বাজারে কালোজিরা দাম অন্যান্য ফসলের চেয়ে অনেক বেশি। আশা করছি লাভ ঘরে তুলতে পারব।’
চাষি ইদ্রিস মিয়া বলেন, ‘চরাঞ্চলের বালি মাটি ও আবহাওয়া কালোজিরা চাষের জন্য উপযোগী। এ বছরে কালোজিরার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবির জানান, কৃষকদের মধ্যে কম খরচে বেশি লাভের জন্য বিভিন্ন ধরনের মসলা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে এ অঞ্চলের চাষিদের। তাই এ বছর যমুনার চরাঞ্চলে ব্যাপক হারে কালোজিরার চাষ হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করছি এ বছর প্রতি একরে ১৩ থেকে ১৪ মণ কালোজিরা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিরাও অনেক খুশি। কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে উপজেলা কৃষি অধিদপ্তর।’
ভূঞাপুরে কালোজিরা চাষ কৃষকের ভাগ্য বদলের স্বপ্ন দেখাচ্ছে। কম খরচে বেশি লাভ হওয়ায় মসলাজাতীয় এই ফসল উৎপাদনে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। কালোজিরা এখন চরাঞ্চলের কৃষকের কাছে ‘কালো সোনা’ হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের মুখে এনে দিয়েছে হাসি। এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে কালোজিরার চাষ হয়েছে। যমুনায় জেগে ওঠা চর এখন সবুজের সমারোহ।
আবহাওয়া উপযোগী হওয়ায় উপজেলার গাবসারা, অর্জুনা, নিকরাইল ইউনিয়নসহ বেশ কয়েকটি চরাঞ্চলে কালোজিরার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার যমুনার চরাঞ্চলে কালোজিরা চাষে এ বছর কৃষকদের আগ্রহ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ বছর উপজেলায় ১৮ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে। এর মধ্যে বারি কালোজিরা-১ জাতের চাষ হয়েছে বেশি। এ জাতটির জীবনকাল ১৩৫ থেকে ১৪৫ দিন। হেক্টরপ্রতি এর গড় ফলন ০ দশমিক ৮০ থেকে ১ দশমিক ০ টন হয়ে থাকে। স্থানীয় জাতের তুলনায় এ জাতে রোগবালাইয়ের আক্রমণও খুব কম হয়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তাঁরা। বিঘায় (৩৩ শতাংশ) ৪ থেকে সাড়ে ৪ মণ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বর্তমান বাজার মূল্যে প্রতি মণ কালোজিরা ১৫ থেকে ১৬ হাজার টাকা।
অর্জুনা গ্রামের মিনহাজ উদ্দিন বলেন, ‘এ বছর আমি এক বিঘা জমিতে কালোজিরা চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি প্রায় ৪ মণ উৎপাদন হবে। বাজারে কালোজিরা দাম অন্যান্য ফসলের চেয়ে অনেক বেশি। আশা করছি লাভ ঘরে তুলতে পারব।’
চাষি ইদ্রিস মিয়া বলেন, ‘চরাঞ্চলের বালি মাটি ও আবহাওয়া কালোজিরা চাষের জন্য উপযোগী। এ বছরে কালোজিরার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ূন কবির জানান, কৃষকদের মধ্যে কম খরচে বেশি লাভের জন্য বিভিন্ন ধরনের মসলা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে এ অঞ্চলের চাষিদের। তাই এ বছর যমুনার চরাঞ্চলে ব্যাপক হারে কালোজিরার চাষ হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করছি এ বছর প্রতি একরে ১৩ থেকে ১৪ মণ কালোজিরা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ায় চাষিরাও অনেক খুশি। কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে উপজেলা কৃষি অধিদপ্তর।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫