Ajker Patrika

নির্বাচনী সংঘাতে আহত ১০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৫০
নির্বাচনী সংঘাতে আহত ১০

পটুয়াখালীর কলাপাড়ায় চাকামাইয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত শনিবার রাত নয়টার দিকে বেতমোর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচার শেষে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান হাওলাদার তার সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলেন। বেতমোর বাজারে পৌঁছালে তাঁদের সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির কেরামতের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান হাওলাদার, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির কেরামত, তাঁর ছলে হাসিবুল ইসলাম, সমর্থক হাসান গাজী, গোলাম মস্তফা, এবং স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের ছেলে রনি হাওলাদার ও হারুন মীরসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে হারুন মীর (৪০) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান হাওলাদারকে (৫০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রনি হাওলাদারকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।

চাকামইয়া ইউপির নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির কেরামত আজকের পত্রিকাকে বলেন,‘সন্ধ্যার পরে বেতমোর স্কুল মাঠে আমার নির্বাচনী উঠান বৈঠক ছিল। বৈঠক শেষ হতেই ঘোড়া প্রতীকের প্রার্থী বিএনপি নেতা মজিবুর রহমান আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালান। এতে আমি ও আমার ছেলেসহ বেশ কয়েকজন আমরা আহত হয়েছি।’

এদিকে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান হাওলাদারের ভাই বজলুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনী কার্যক্রম শেষ করে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। পথে আমাদের গতিরোধ করা হয়। নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির কেরামতের ছেলে হাসিবুল ইসলামের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়।’

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.অনুপ কুমার সরকার আজকের পত্রিকাকে জানান, আহতদের মধ্যে রনি হাওলাদার এবং হারুন মীরের অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে স্থানান্তর করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে টিয়াখালী ইউপির স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান শিমুর কর্মীদের দায়ী করা হচ্ছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লার ভাই জামাল মোল্লাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, যখনই সমস্যার খবর পেয়েছি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাকামইয়া ইউপিতে আওয়ামী লীগের একজন ও দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। টিয়াখালী ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামি আন্দোলন বাংলাদেশর একজনের প্রার্থী রয়েছেন। অন্যজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এই ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৪২ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া নীলগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, ইসলামি আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. আবদুর রশিদ আজকের পত্রিকাকে জানান, চতুর্থ ধাপের নির্বাচনে এ উপজেলায় চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ৩ ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৫ ও সাধারণ সদস্য পদে ১২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টিয়াখালী ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং চাকামইয়া ও নীলগঞ্জ ইউপিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত