Ajker Patrika

বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৩: ৪১
বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার জব্বারিয়া স্কুল সংলগ্ন বেলাল উদ্দীন চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গত শনিবার রাতে সংবাদ সম্মেলন করেছেন বেলাল উদ্দীনের স্ত্রী সালমা সোলতানা।

লিখিত বক্তব্যে সালমা বলেন, তাঁদের বাড়ির পাশের সড়কে তাঁর চাচাতো দেবর মুহাম্মদ ইব্রাহিম বালু ফেলছিলেন। এ সময় তাঁর দেবর ওমর ফারুক বালুর বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম ক্ষিপ্ত হন। তাঁর দেবরকে গালিগালাজ করেন। এ নিয়ে তাঁর স্বামী বেলাল ও দেবর ওমরের সঙ্গে কথা–কাটাকাটি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার রাতে আনোয়ার বাদশা ওরফে আনসু–এর নেতৃত্বে তাঁদের বাড়িতে হামলা করা হয়। ঘর থেকে তাঁরা একটি স্বর্ণের চেইন ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়।

সালমা সুলতানা আরও বলেন, আনসুর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ থানায় ৮টি মামলা রয়েছে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার মো. ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত