Ajker Patrika

সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ

যশোর প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৪৯
সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ

যশোরে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার যশোর সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাজ্ঞেলা গোমেজ, তীর্যক সাংস্কৃতিক সংগঠনের নেতা দীপঙ্কর দাস রতন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক ও জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য কুচক্রী মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যার ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক শক্তি পরিকল্পিতভাবে প্রতিমা ভাঙচুর করে। সমাবেশ থেকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলার আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত