Ajker Patrika

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বিভীষিকা’ মঞ্চস্থ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৯: ৪৯
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক    ‘বিভীষিকা’ মঞ্চস্থ

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও নোয়াখালী শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গণহত্যার পরিবেশ থিয়েটারে ‘বিভীষিকা’ নাটক মঞ্চস্থ করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাপুর বধ্যভূমিসংলগ্ন আহাম্মদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নাটকটি পরিবেশিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভার্চুয়ালি এর উদ্বোধন করেন।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, জেলা কালচারাল কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্লাহসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে মুঠোফোনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন শাসকগোষ্ঠী মহান মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে তৎপর হয়েছিলেন। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা মানুষের হৃদয়ে আছে বলেই আজো আমরা দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীনতাবিরোধী কোন অপশক্তি ভবিষ্যতে যাতে মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিতর্কের সৃষ্টি না করতে পারে সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে।’

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে শিল্পকলা একাডেমির এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন লড়াই করে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের আদর্শকে অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নেবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এটাই আমাদের লক্ষ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত