Ajker Patrika

ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২২: ৪০
ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘একটি দেশের উন্নয়নে প্রয়োজন ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত, সেই দেশও তত উন্নত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে অনেক আগেই সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন।’

গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। অথচ বিএনপি ও জামায়াত সরকারের বিরুদ্ধে নানা রকম যড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এ সময় তিনি সরকারবিরোধী শক্তিকে প্রতিহত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী সাংসদ আসাদুজ্জামান নূর।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব মিঞা।

আরও বক্তব্য দেন সাংসদ মো. আদেলুর রহমান আদেল, সংরক্ষিত মহিল আসনের সাংসদ রাবেয়া আলীম, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোক্তারুজ্জামান, রেলপথমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আখতার প্রমুখ।

উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, নীলফামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত