Ajker Patrika

গাছের সঙ্গে নিষ্ঠুরতা

রেজা মাহমুদ, সৈয়দপুর (নীলফামারী)
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২২: ১১
গাছের সঙ্গে নিষ্ঠুরতা

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারের জন্য সড়কের গাছে পেরেক ঠুকে লাগানো হয়েছে বিজ্ঞাপন। এতে ঝুঁকিতে রয়েছে সড়কের পাশে থাকা গাছের জীবন। এরই মধ্যে মরে গেছে অনেক গাছ। এমনটিই জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁরা বলেন, এ-সংক্রান্ত আইন থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো প্রয়োগ নেই। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, বটবৃক্ষে পেরেক মেরে কোনো কিছু লাগানো মানে গাছের ওপর অত্যাচার, এ বিষয়ে নির্দিষ্ট আইনও রয়েছে। যাঁরা এ ধরনের বিজ্ঞাপন লাগিয়েছেন, তাঁদের তা সরিয়ে ফেলার অনুরোধ করেন তিনি। অন্যথায় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।

জানা যায়, ২০১২ সালে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনে বলা হয়েছে, নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে দেয়াল লিখন বা পোস্টার লাগানো যাবে না। কিন্তু কার্যকারিতা না থাকায় আইনটি শুধু ফাইলবন্দী হয়ে আছে।

সৈয়দপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা মমতাজ জাহান বলেন, ‘আমাদের যেমন অনুভূতি আছে, তেমনি গাছেরও অনুভূতি আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত