Ajker Patrika

সাংহাই উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

সাংহাই উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৬তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগ ‘গোল্ডেন গবলেট’-এ নির্বাচিত হয়েছে কামার আহমাদ সাইমনের ‘শিকলবাহা’ ও আন্তর্জাতিক প্যানারোমা শাখায় স্থান পেয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’।

জার্মানির উইডেম্যান ব্রোস এবং বাংলাদেশের স্টুডিও বিগিংয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘শিকলবাহা’। ২০১৪ সালে কানের ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দে’ বিভাগে নির্বাচিত ১০টির মধ্যে ছিল এই চলচ্চিত্রের চিত্রনাট্য। তখন এর নাম ছিল ‘শঙ্খধ্বনি’। এই চলচ্চিত্রের জন্যই পরপর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্রান্ট ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন কামার। এ ছাড়া গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট এবং জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল শিকলবাহা।

এ বছর সাংহাইতে প্রদর্শনের জন্য ১০৫টি দেশ থেকে ৩ হাজার ৭০০টির বেশি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে মূল প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে ‘শিকলবাহা’ ছাড়াও নির্বাচিত হয়েছে স্পেন, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, রাশিয়া, কাজাখস্তান ও ইরানের ১৪টি চলচ্চিত্র।

অন্যদিকে আন্তর্জাতিক প্যানারোমা শাখায় প্রতিদ্বন্দ্বিতা করবে বলী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত বলীর গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। মজু চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম। সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। সহ-প্রযোজনায় সাইফুল আজিম। গত বছর ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে যৌথভাবে সেরা নির্বাচিত হয় বলী সিনেমা।

‘শিকলবাহা’ সিনেমার দৃশ্যআগামী ১৪ জুন থেকে চীনের সাংহাইয়ে শুরু হবে ১০ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ জুন পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত