Ajker Patrika

নারী নির্যাতন রোধে স্বাক্ষরতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
নারী নির্যাতন রোধে স্বাক্ষরতা কর্মসূচি

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল খুলনায় বেসরকারি সংস্থা রূপান্তর আয়োজিত আলোচনা সভা ও গণ স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশারলোকদের সমন্বয়ে বিভাগীয় পর্যায়ে এ অনুষ্ঠান হয়।

আলোচন সভায় বক্তারা বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমাজের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগসমূহকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। রূপান্তর-এর পরিচালনায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে পরিচালিত `বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প’ এ কর্মসূচির আয়োজন করে।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ সেবা অধিদপ্তর-এর উপপরিচালক খান মোতাহার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তর-এর উপপরিচালক হাসনা হেন, জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমিন, জেলা নারী ব্রিগেডের আহ্বায়ক অ্যাডভোকেট শামিমা সুলতানা শীলু, কেন্দ্রীয় নারী উন্নয়ন ফোরামের মহাসচিব, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি এবং ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা নিশা।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপান্তর থিয়েটারের পরিচালক মিজানুর রহমান পান্না, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের হিউম্যান রিসোর্স ব্যবস্থাপক মঞ্জুয়ারা পারভিন। রূপান্তর-এর কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত থানা শিক্ষা কর্মকর্তা রিনা পারভিন, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, অ্যাডভোকেট পপি ব্যানার্জি, অ্যাডভোকেট নুরুন্নাহার পলি, সাংবাদিক সোহরাব হোসেন, মাহবুব আলম, ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, তৃণমূল নারীনেত্রী বুলু রানি গাঙ্গুলি, মাধুরী সরকার, বন্দনা রায়, নাগরিক নেতা শেখ মোশাররফ হোসেন, যুবনেতা প্রীতিশ মণ্ডল, জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা উপস্থিত সবাই বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করে গণ সাক্ষরতা ক্যাম্পেইন ক্যানভাসে স্বাক্ষর করেন। শেষে শপথ পাঠ করান ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা নিশা। অনুষ্ঠানে সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জেলা নারী নির্যাতন কমিটির প্রতিনিধি, জেলা বাল্য বিবাহ কমিটির প্রতিনিধি, এনসিটিএফ ও জিএনবিসহ শিশু ও যুব নেটওয়ার্কের প্রতিনিধি, নারী নেত্রী, জনপ্রতিনিধি, সুধী সমাজের প্রতিনিধি অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত