Ajker Patrika

মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ১২
মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে প্রথমবারের মতো মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মো জাকারিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভাপতি সামিনা সুলতানা। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাসের মোহাম্মদ রিকাবদারসহ পুনাকের অন্যান্য সদস্যরা।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ বি এম মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো জাকারিয়া জানান, পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকরাও কেনাকাটার করতে পারবেন। পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য থাকছে নানা আয়োজন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মেলা জমে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মেলা থেকে পাওয়া অর্থ পুলিশের নারী সদস্যেদের উন্নয়নে ব্যয় করা হবে।

পুনাক সভাপতি সামিনা সুলতানা জানান, পুনাক সব সময় সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে গত তিন দশক ধরে। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি সব সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত