Ajker Patrika

হৃদ্যতা বাড়াতে করণীয়

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৫
হৃদ্যতা বাড়াতে করণীয়

সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি ও আন্তরিকতার সম্পর্ক থাকা চাই। পরস্পরের মধ্যে হৃদ্যতা তৈরি করতে মহানবী (সা.) ৬টি কর্তব্যের কথা বলেছেন, যা পালন করলে মানুষে-মানুষে সুন্দর ও মানবিক সম্পর্ক তৈরি হয় এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হয়। হাদিসের ভাষায় এগুলোকে এক মুসলিম ভাইয়ের প্রতি অপর মুসলিম ভাইয়ের কর্তব্য আখ্যা দেওয়া হয়েছে। কর্তব্যগুলো হলো—

অসুস্থের সেবা করা: কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সেবা-শুশ্রূষা করা, সহমর্মী হওয়া, প্রয়োজনে আর্থিক সহযোগিতা করা এবং তার জন্য দোয়া করা একজন মুসলমানের অন্যতম দায়িত্ব।

জানাজায় হাজির হওয়া: কোনো মুসলমান মারা গেলে তার জানাজা ও দাফন-কাফনে উপস্থিত হওয়া, মাগফিরাতের দোয়া করা, পরিবার-পরিজনকে সান্ত্বনার বাণী শোনানো এবং প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো মুসলমানের কর্তব্য।

ডাকলে সাড়া দেওয়া: সমাজের কোনো মানুষই স্বনির্ভর নয়; পরস্পরের সহায়তায় সমাজ এগিয়ে যায়। তাই কেউ বিপদে পড়লে অন্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে উপস্থিত থাকার চেষ্টা করা চাই।

সালাম দেওয়া: দুজন মুসলিমের সাক্ষাৎ হলে পরস্পর সালাম বিনিময় ও মঙ্গল কামনা করবে। সালামের সঙ্গে মুসাফাহা যোগ করা সুন্নত। দীর্ঘদিন পর সাক্ষাৎ হলে কোলাকুলি করাও সুন্নত।

হাঁচির জবাব দেওয়া: কেউ যখন হাঁচি দেয় তখন তার জন্য ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নত। জবাবে পাশের মানুষটি ‘ইয়ারহামুকাল্লাহ’ বলে তার জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ চাইবে।

কল্যাণ কামনা করা: একজন মুসলমানের দায়িত্ব হলো, সব সময় অপর মুসলমানের কল্যাণ কামনা করা—যার জন্য কল্যাণ কামনা করা হচ্ছে, সে উপস্থিত থাকুক বা না থাকুক।

সূত্র: তিরমিজি: ২৭৩৭, নাসায়ি: ১৯৩৮, আহমাদ: ১০৯৬৬।

লেখক: মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত