Ajker Patrika

নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস দেখতে জনতার ভিড়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস দেখতে জনতার ভিড়

চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন বসানো নলকূপ থেকে নির্গত হচ্ছিল গ্যাস। সেখানে দেশলাইয়ের কাঠি জ্বালালে দাউ দাউ করে জ্বলে আগুন। এ দৃশ্য দেখতে ভিড় করেন উৎসুক জনতা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকার কামরুল হোসাইনের বাড়িতে এ ঘটনা ঘটে।

কামরুল হোসাইন বলেন, তিনি নিজের ফসলি জমিতে বাড়ি নির্মাণ করেন। সেখানে নতুনভাবে নলকূপ বসাচ্ছিলেন। মাটির ৭৫ ফুট নিচে পাইপ বসানোর পর নলকূপ থেকে পানি ওঠা শুরু হয়। কিন্তু নলকূপের ভেতর থেকে বুঁদ বুঁদ শব্দ হচ্ছিল। এতে তাঁর মনে সন্দেহের সৃষ্টি হয়। গ্যাস বের হচ্ছে কি না দেখতে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিলে দাউ দাউ করে জ্বলে ওঠে।

কামরুল হোসাইন আরও বলেন, নলকূপের মুখে জ্বলে ওঠা আগুন স্বাভাবিক আগুনের চেয়ে কিছুটা ব্যতিক্রম। আগুন একবার জ্বলে উঠলে তা নিজ থেকে নেভে না। কোনো কিছু দিয়ে চেপে আগুন বন্ধ না করলে অবিরাম জ্বলতে থাকে।

স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ ও ইলিয়াস জানান, নলকূপ থেকে আগুন জ্বলার খবর পেয়ে তা দেখতে গতকাল বুধবার সকালে তাঁরা কামরুলের বাড়িতে ছুটে যান। বিষয়টি দেখে তাঁরা হতবাক হয়েছেন। তাঁদের পাশাপাশি সকাল থেকে এলাকার উৎসুক জনতা নলকূপ দেখতে কামরুলের বাড়িতে ভিড় করেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, নলকূপের ভেতর থেকে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি তিনি শোনার পর সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলেছেন। বিক্ষিপ্তভাবে ওঠা এ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে না বলে জানান তাঁরা।

এ বিষয়ে সিনোপেকের জনসংযোগ কর্মকর্তা আবদুল কাদের সিকদার বলেন, নলকূপ থেকে নির্গত হওয়া পকেট গ্যাস উত্তোলন করা সম্ভব নয়। সাধারণত এসব গ্যাস যেখান থেকে নির্গত হয়, সেই জায়গায় ব্যবহার বন্ধ রাখা উচিত বলে মনে করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত