Ajker Patrika

৩২ কমিউনিটি ক্লিনিকে আজ থেকে করোনার টিকা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১১: ৫৪
৩২ কমিউনিটি ক্লিনিকে আজ থেকে করোনার টিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ৩২টি কমিউনিটি ক্লিনিকে ক্যাম্পেইনের আওতায় সিনোফার্মের করোনা টিকা দেওয়া হবে। এতে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের আওতায় ৫০০ জনকে দেওয়া হবে এ টিকা। এর ফলে এ উপজেলায় ১৬ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে। যাঁদের বয়স ২৫ বছরের ঊর্ধ্বে, ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, শুধু তাঁরাই এ টিকাদানের আওতায় আসবেন। উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, টিকা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল থেকেই শুরু হবে টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম। চলছে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রতি বুথে দুজন করে মোট ছয়জন টিকাদানকর্মী ও তিনজন করে মোট নয়জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রথম দিন শনিবার যে কমিউনিটি ক্লিনিকগুলোতে টিকা দেওয়া হবে তা হলো ইছাপুরা ইউনিয়নের চন্দনধুল কমিউনিটি ক্লিনিক, টেঙ্গুরিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক, শিয়ালদি কমিউনিটি ক্লিনিক, বয়রাগাদী ইউনিয়নের গোবরদী কমিউনিটি ক্লিনিক, মালখানগর ইউনিয়নের বাড়ৈপাড়া কমিউনিটি ক্লিনিক, নাটেশ্বর কমিউনিটি ক্লিনিক। মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি কমিউনিটি ক্লিনিক, মালপদিয়া কমিউনিটি ক্লিনিক, জৈনসার ইউনিয়নের কাঠালতলী কমিউনিটি ক্লিনিক ও পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিক।

রোববার টিকা দেওয়া হবে চিত্রকোট ইউনিয়নের খালপাড় কমিউনিটি ক্লিনিক, শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার কমিউনিটি ক্লিনিক, ঘনশ্যাম পুরকমিউনিটি ক্লিনিক, গোপালপুর কমিউনিটি ক্লিনিক, রাজানগর ইউনিয়নের ফুলহার কমিউনিটি ক্লিনিক, ভাড়ারিয়া মিউনিটি ক্লিনিক, তেঘরিয়া কমিউনিটি ক্লিনিকে।

সোমবার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কমিউনিটি ক্লিনিক, বড়শিকারপুর কমিউনিটি ক্লিনিক, লক্ষ্মীবিলাস কমিউনিটি ক্লিনিক, বাসাইল ইউনিয়নের পাথরঘাটা কমিউনিটি ক্লিনিক, চরগলগলিয়া কমিউনিটি ক্লিনিক, ব্রজেরহাটি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে।

শেষ দিন মঙ্গলবার যে সব ক্লিনিকে টিকা দেওয়া হবে তা হলো লতব্দী ইউনিয়নের কংশপুরা কমিউনিটি ক্লিনিক, ভাষানচর কমিউনিটি ক্লিনিক, বালুচর ইউনিয়নের চরপানিয়া কমিউনিটি ক্লিনিক, চান্দেরচর কমিউনিটি ক্লিনিক, কয়রাখোলা কমিউনিটি ক্লিনিক, কালীনগর কমিউনিটি ক্লিনিক, রশুনিয়া ইউনিয়নের তাজপুর কমিউনিটি ক্লিনিক, খিলাপাড়া কমিউনিটি ক্লিনিক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘উপজেলার ৩২টি কমিউনিটি ক্লিনিকে গণটিকা দেওয়া হবে। তাই সবাইকে বলব যারা বাদ পড়েছে তারা যেন অবশ্যই কমিউনিটি ক্লিনিকে এসে টিকা দেয়। কোনোভাবেই নিবন্ধন ব্যতীত কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। এ ছাড়া কাউকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া যাবে না। বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত