Ajker Patrika

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কক্ষ দখলের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ৪৮
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কক্ষ দখলের অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুলের বিরুদ্ধে কক্ষ ৫ বছর ধরে দখল করে বসবাস করছেন তিনি এমনটাই অভিযোগ করেছে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, পাড়েরহাট ইউপিতে ২০১৬ সালে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন গোলাম সরোয়ার বাবুল। সেই থেকেই তিনি পরিষদের একটি কক্ষ দখল করে সেখানেই বসবাস করছেন। পড়াশোনার জন্য তাঁর ছেলে–মেয়ে ঢাকা ও খুলনায় বসবাস করেন। কিন্তু খুলনা থেকে তাঁর স্ত্রী পিরোজপুরে এলেও তিনিও থাকেন পরিষদের ওই কক্ষে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, চেয়ারম্যান এলাকায় প্রভাবশালী। তাই তিনি এভাবেই পরিষদকে নিজের বাড়ির মতো করে ৫ বছর ধরে ব্যবহার করে আসছেন। কেউ কখনো তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস পায় না। তাঁর বিরুদ্ধে কথা বললেই এলাকায় সমস্যা হয়।

পাড়েরহাট ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনামুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান গত ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদের কক্ষে থাকেন। এ বিষয়ে কেউ প্রশ্ন করলে চেয়ারম্যান বলেন, জনসেবা দেওয়ার জন্য তিনি এভাবে থাকছেন।’

এ ব্যাপারে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল বলেন, ‘যে কক্ষটিতে থাকি সেটি আমি নির্বাচিত হওয়ার পর ফাঁকা পেয়েছি। তাই জনগণের সেবা করার জন্য নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদে থাকি। তবে আমার স্ত্রী এখানে থাকেন না। খুলনায় আমার বাড়ি ও ব্যবসা আছে। নির্বাচনের আগে আমি ভোটারদের কথা দিয়েছিলাম সব সময় তাঁদের পাশে থেকে সেবা করার। তাই সেই কথা রাখতে ভবনের একটি কক্ষে থাকি।’

গোলাম সরোয়ার বাবুল আরও বলেন, ‘এ ছাড়া আমি পরিষদে থাকি সেটা সকলেই জানেন। তবে আগামী ১১ নভেম্বর আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় আমি বর্তমানে পরিষদে থাকছি না। আবার নির্বাচিত হতে পারলে পরিষদে থাকব অথবা নতুন কেউ এলে তাঁকে রুমের চাবি দিয়ে দেব।’

ইন্দুরকানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম জানান, বিষয়টি তাঁর জানা নেই। জেনে বিস্তারিত জানাবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ইউপি ভবনে কোনো চেয়ারম্যানের আবাসিকভাবে থাকার অনুমতি নেই। জনগণের সেবার জন্যও কেউ পরিষদে আবাসিকভাবে থাকতে পারবেন না। পার্শ্ববর্তী কোনো বাড়িতে থেকে জনগণের প্রয়োজনে পরিষদে এসে সেবা দিতে হবে। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত