Ajker Patrika

এ সপ্তাহের সিনেমা

বিনোদন প্রতিবেদক
এ সপ্তাহের সিনেমা

আজ সারা দেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি শামীম আহমেদ রনী পরিচালিত ‘বুবুজান’, অন্যটি হলিউডের সুপারহিরো অ্যান্টম্যানের নতুন পর্ব ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’।

বুবুজান
নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে শামীম আহমেদ রনী বানিয়েছেন ‘বুবুজান’। নামভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, তাঁর ভাইয়ের চরিত্রে আছেন শান্ত খান আর শান্তর বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। নির্মাতা শামীম আহমেদ রনী বলেন, ‘গল্প হচ্ছে এ সিনেমার প্রাণ। সবাই যাঁর যাঁর জায়গা থেকে ভালো করেছেন। সিনেমায় নতুন এক মাহিকেই দেখতে পাবে দর্শক। দর্শকদের আহ্বান জানাচ্ছি, হলে এসে সিনেমাটি দেখুন। আপনারা পাশে থাকলেই আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে।’ শাপলা মিডিয়া প্রযোজিত বুবুজান সিনেমাটি মুক্তি পাচ্ছে সারা দেশের ২১ প্রেক্ষাগৃহে। 

‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’
প্রথম দুই পর্বের সফলতার পর পর্দায় আসছে অ্যান্টম্যানের তৃতীয় পর্ব। ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ সিনেমাটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩১তম চলচ্চিত্র। এ সিনেমা দিয়েই মার্ভেলের ফেজ ফাইভ শুরু হচ্ছে। নতুন সুপার ভিলেনের দেখা মিলতে চলেছে এ সিনেমায়। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও আজ থেকে দেখা যাবে সিনেমাটি। পিটন রিডের পরিচালনায় এবারও অ্যান্টম্যান চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি, ক্যাং চরিত্রে জনাথন মেজর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত