Ajker Patrika

উপস্থিতি কম, আলাদা না থাকায় নারীদের ক্ষোভ 

ময়মনসিংহ প্রতিনিধি
উপস্থিতি কম, আলাদা না থাকায় নারীদের ক্ষোভ 

ময়মনসিংহে শুরু হয়েছে করোনা টিকার চতুর্থ ডোজ। সিটি করপোরেশনের তিনটি নির্দিষ্ট কেন্দ্রসহ জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ ডোজ টিকাদান শুরু হয়। তবে প্রচারণা না থাকায় প্রথম দিন টিকাদান কেন্দ্রে লোকজন তেমন দেখা যায়নি। আলাদা বুথ না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন নারীরা। সিটি করপোরেশন বলছে, টিকাদান কেন্দ্রগুলোয় যেহেতু লোকসংখ্যা কম, তাই নারীদের জন্য আলাদা বুথ করা হয়নি। লোকসংখ্যা বাড়লে আলাদা বুথ করা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় করোনার প্রথম ডোজ নিয়েছেন ৫১ লাখ ২৪ হাজার ৩৬৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৯৪ হাজার ৭৮৪ জন। শিক্ষার্থী প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ১৪৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৪২ হাজার ১ জন। এ ছাড়া তৃতীয় ডোজসহ সকল ডোজের টিকা চলমান রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হয়। সিটি করপোরেশনের তিনটি নির্দিষ্ট কেন্দ্রে দেওয়া হচ্ছে এই টিকা। এগুলো হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং এস কে হাসপাতাল কেন্দ্র।

 সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হলেও প্রথম দিকে কেন্দ্রে টিকাগ্রহীতাদের উপস্থিতি একেবারে কম দেখা যায়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসংখ্যা কিছুটা বাড়তে দেখা যায়। তবে টিকাগ্রহীতাদের অভিযোগ, প্রচারণা না থাকায় লোকজন টিকার চতুর্থ ডোজ সম্পর্কে জানতে পারছেন না। এ ছাড়া টিকাদান কেন্দ্রের বুথে নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।

বিলকিস আক্তার নামে এক অভিভাবক বলেন, ‘স্কুলের মেয়েরা বেশি টিকা নিচ্ছে। যখন তারা টিকা নেয়, তখন লক্ষ করেছি, মেয়েরা কিছুটা লজ্জাবোধ করছে। আলাদা বুথ থাকলে এ সমস্যা হতো না। আলাদা বুথ করা খুব জরুরি।’

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ফয়সল আহমেদ বলেন, প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে। প্রথম দিনে মানুষের উপস্থিতি কম। কয়েক দিন গেলেই টিকাগ্রহীতার সংখ্যা বাড়বে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এস কে দেবনাথ বলেন, প্রাথমিক পর্যায়ে তিনটি কেন্দ্রে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রচারণার জন্য মাইকিং করা হচ্ছে।

যেহেতু চতুর্থ ডোজ পাঁচ শ্রেণির মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া হবে, সে ক্ষেত্রে তাদের মোবাইলে এসএমএস যাবে। ১ জানুয়ারি থেকে এসএমএস গেলে টিকাদান কেন্দ্রে মানুষের উপস্থিতি বাড়বে। তিনি আরও বলেন, টিকা কেন্দ্রগুলোয় যেহেতু লোকসংখ্যা কম, সে কারণে নারীদের জন্য আলাদা বুথ করা হয়নি। লোকসংখ্যা বৃদ্ধি পেলে আলাদা বুথ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত