Ajker Patrika

পৃথক দুর্ঘটনায় নিহত ২

পিরোজপুর ও আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ৩২
পৃথক দুর্ঘটনায় নিহত ২

পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যানচাপায় ছাত্রী মুনিয়া (৯) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার উত্তর চণ্ডীপুরে এ দুর্ঘটনা ঘটে। সে উত্তর চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও একই এলাকার মনিরুল ইসলামের মেয়ে।

এদিকে বরগুনার আমতলীতে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে ইলিয়াস খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাতে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উফসিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মায়ের সঙ্গে বাড়ির সামনে কাঁথা শুকাতে গিয়েছিল মুনিয়া। তখন হঠাৎ রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় দেয় মুনিয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যান তাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। তখন ভ্যানের একটি চাকা তার গলার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের জুট ব্যবসায়ী মো. ইলিয়াস খান তার শালিকা রুবি আক্তারকে মোটরসাইকেলে মহিষকাটায় এক চিকিৎসকের কাছে যান। সেখান থেকে ফেরার পথে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উফসিতলা নামক স্থানে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইলিয়াস খান, তাঁর শালিকা রুবি আক্তার ও টমটমচালক মো. জসিম প্যাদা গুরুতর আহত হন। আহত তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন খন্দকার তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মো. ইলিয়াস খান মারা যান। অপর আহত দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, ‘মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস খান নামের এক জুট ব্যবসায়ী বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত