Ajker Patrika

চাঁদপুরে সর্বনিম্ন শনাক্তের হার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৮: ১১
চাঁদপুরে সর্বনিম্ন শনাক্তের হার

চাঁদপুরে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ২৩৫টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩.৪০ শতাংশ। এটি চাঁদপুর জেলায় সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের সর্বনিম্ন হার। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত শনিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪ জন, হাজীগঞ্জের ১ জন, মতলব উত্তরের ১ জন, কচুয়ার ১ জন ও ফরিদগঞ্জের ১ জন রয়েছেন। একই দিনে ১৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৮ জন, মতলব দক্ষিণের ১ জন, কচুয়ার ৩ জন, মতলব উত্তরের ২ জন ও হাজীগঞ্জের ৫জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৭৭৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত