Ajker Patrika

ওজনে কম দেওয়ায় ৫ প্রতিষ্ঠানের জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ০০
ওজনে কম দেওয়ায় ৫ প্রতিষ্ঠানের জরিমানা

কুমিল্লা নগর ও দাউদকান্দি উপজেলায় ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নগরে ভোক্তা অধিদপ্তর তদারকি অভিযান চালায়। অপর দিকে দাউদকান্দিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়।

নগরীর চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় অভিযানে ভোক্তা অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নেতৃত্ব দেন।

এ সময় ওজনে কারচুপি করায় পূর্বাশা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা ও ইলিয়টগঞ্জ বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স না থাকায় গাউছিয়া এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা। এতে সহযোগিতা করে ভোক্তা অধিদপ্তর। এ সময় তিন প্রতিষ্ঠানকে ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় ওজনে কম দেওয়ায় অজিত মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার, পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য না থাকায় একটি বেকারিকে ৩ হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘ওজনে কারচুপি, ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্যে তালিকা প্রদর্শন, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার নিরাপত্তাহীনতাসহ বাজারের ঊর্ধ্বগতি রোধে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত