Ajker Patrika

স্কুলশিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা শুরু

মনিরামপুর (যশোের) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫৩
স্কুলশিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের টিকা শুরু

যশোরের মনিরামপুরে ১২-১৮ বছরের কম বয়সী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৪০ হাজার শিক্ষার্থীকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নয়টি বিদ্যালয়ের ১ হাজার ৬০৫ শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে এসে টিকার এ ডোজ নিয়েছে। একই সময়ে রাজগঞ্জ ডিগ্রি কলেজে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে এইচএসসির ২৬১ জন ফল প্রত্যাশী।

এর আগে গত বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এসে ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে এ স্তরের ১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘গত জানুয়ারির ১০ তারিখ থেকে ১২-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ শুরু হয়। তখন ১০ দিনে স্কুল ও কলেজ পর্যায়ের ৩৭ হাজার ৭০০ শিক্ষার্থী টিকা নেয়। এইচএসসি পরীক্ষা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বরে এসে ১৬টি কলেজের ২ হাজার পরীক্ষার্থী এ টিকার প্রথম ডোজ নিয়েছিল।’

বিকাশ চন্দ্র বলেন, ‘২ হাজার এইচএসসির ফল প্রত্যাশীর মধ্যে বুধ ও বৃহস্পতিবার ১ হাজার ৮১৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে। বৃহস্পতিবার থেকে ১২-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। প্রথম দিনে ১ হাজার ৬০৫ জন স্কুল শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে। শনিবার ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। আগামী ৯ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ টিকার কাজ সম্পন্ন করা হবে বলে আশা করছি।’

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘শিক্ষা অফিসের চাহিদা অনুযায়ী বৃহস্পতিবার আমাদের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে উপজেলা পরিষদের সভাকক্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭০০ টিকা ও রাজগঞ্জ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য করোনা টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ৫০০ টিকা পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত