Ajker Patrika

আবার ছাত্রলীগ, বারবার ছাত্রলীগ

সম্পাদকীয়
আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৯: ৩০
আবার ছাত্রলীগ, বারবার ছাত্রলীগ

একবার নয়, বারবার নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে ছাত্রলীগ খবরের শিরোনাম হচ্ছে। ছাত্রলীগ নেতাদের ছায়াতলে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীভাবে অপরাধী চক্র বলীয়ান হয়ে উঠেছে, তা উঠে এসেছে রোববারের আজকের পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রধান খবরে। চাঁদাবাজি, ছিনতাই, খুন, ধর্ষণসহ সব ধরনের অপরাধের সঙ্গে ছাত্রলীগের নাম আসাটা যেন অনিবার্য হয়ে উঠেছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতার প্রশ্রয়েই বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগ।

সংগঠনটির অতীত গৌরবের যে পুঁজি, তা আর অবশিষ্ট আছে বলে মনে হয় না। নতুন পুঁজি সংগ্রহ না করলে সংগঠনটি হয়তো টিকে থাকবে কোনোভাবে, তবে এটা আর কোনো ভালো কাজে লাগবে না। প্রশ্ন আসতে পারে, নতুন পুঁজি সংগ্রহ করা হবে কীভাবে এবং তার সুযোগ আছে কি না? মনে রাখতে হবে সমস্যা থাকলে তার সমাধানও আছে। ছাত্রলীগ যেহেতু এখন আর কোনো শক্তি নয়, মূলত একটি অপশক্তি হয়ে উঠেছে, সেহেতু একে দমন করলে আওয়ামী লীগ দুর্বল না হয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। শক্তি ও অপশক্তির পার্থক্যও বুঝতে হবে।

অনেকের মধ্যে একটি ভুল ধারণা চালু আছে যে অপরাধীর প্রতি কঠোর হলে বুঝি গণতন্ত্র দুর্বল হয়। আসলে গণতন্ত্র দুর্বল হয় ভিন্নমতের প্রতি কঠোর হলে। অপরাধী বা অপশক্তির প্রতি কঠোর হলে গণতন্ত্র আরও মজবুত হয়।

গত শতকের পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে ছাত্রলীগ কি গৌরবগাথা তৈরি করেছিল, তা মনে করে তাদের এখনকার অপকর্মের ছাড় দেওয়ার পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, তা যদি এখনো বুঝতে কারও সমস্যা হয়, তাহলে তো খারাপ খবরের শিরোনাম হওয়া থেকে ছাত্রলীগকে মুক্ত করা সম্ভব হবে না।

সব থেকে ভালো হতো দেশে সব ছাত্রসংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করতে পারলে। ছাত্র আন্দোলনের ইতিহাস একসময় উজ্জ্বল ছিল—তাই ছাত্র আন্দোলন বা ছাত্ররাজনীতি বন্ধ করার কথা বললে অনেকেই আবেগের বশে কাঁপতে থাকেন। এই আবেগের কারণেই কি আমাদের বর্তমানে ছাত্ররাজনীতির নামে নানা নষ্টামি মেনে নিতে হচ্ছে না!

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংগঠনের নামে অনেকের বাড়াবাড়ি নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন। একবার তিনি অভিমান করে ছাত্রলীগের অভিভাবকত্ব না করার কথাও বলেছিলেন। একবার বলেছিলেন, ছাত্রলীগকে আগাছামুক্ত করতে হবে। কিন্তু আগাছামুক্ত করার প্রক্রিয়াটি অব্যাহতভাবে এগিয়েছে বলে মনে হয় না। ‘আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য আমার ছাত্রদলই যথেষ্ট’ বলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একবার যে মহান বাণী দিয়েছিলেন, সম্ভবত সেবারই শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়েছিলেন।

আমরা মনে করি, ছাত্রলীগকে সুপথে ফিরিয়ে আনার ওটাই সঠিক পথ। অন্য বইপুস্তক পড়ার সঙ্গে সঙ্গে অবিলম্বে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শ-উদ্দেশ্যসংবলিত বইপত্র পড়া বাধ্যতামূলক করা হোক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

পদত্যাগপত্রে যা লিখলেন অধ্যাপক রেজওয়ানা করিম

জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম

‘বাংলাদেশের রাজনীতিতে আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের দরকার নেই’, কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত