Ajker Patrika

ব্লাড ক্যানসারে কলেজছাত্রের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ০৬
ব্লাড ক্যানসারে  কলেজছাত্রের মৃত্যু

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রনিদাস (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে চিকিৎসার উদ্দেশ্যে রাজধানী ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় মারা যান রনি।

রনিদাস উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের হরিধন দাসের বড় ছেলে। তিনি উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ছাত্র ছিলেন। রোববার রাতেই তাঁকে উপজেলার অরুয়াইল মহাশ্মশানে দাহ করা হয়।

আবদুস সাত্তার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেহান উদ্দিন বলেন, ছাত্র হিসেবে রনি অনেক মেধাবী ছিলেন। এককথায় অসাধারণ একটা ছেলে ছিলেন রনি। আমাদের সবারই খুব প্রিয় ছিলেন তিনি।

রনির সহপাঠী সোহাগ চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রনির ক্যানসার হয়েছে জানি। রনি এত অল্প বয়সে চিরতরে চলে যাবে তা জানতাম না। তাঁর মৃত্যুটা মেনে নিতে আজ কষ্ট হচ্ছে। আমি কথা বলতে গিয়ে আমার দুচোখে জল ভরে গেছে। রনির জন্য শুধু আমি নয়, সব বন্ধুবান্ধবরা কাঁদছে। রনি ছিল বন্ধুসুলভ ও আড্ডাপ্রিয় পরোপকারী ছেলে।’

রনির পিতা হরিধন দাস বলেন, ‘আমার সব স্বপ্ন শ্মশানে মিশে গেছে। রনি নাই কথাটা ভাবতে কষ্ট হচ্ছে। ইচ্ছা ছিল রনিকে কলেজের প্রফেসর বানাব। আমার ইচ্ছা আজ আকাশে ছাই হয়ে উড়ে গেল। সৃষ্টিকর্তা যেন আমার ছেলেকে স্বর্গবাসী করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত