Ajker Patrika

ফ্ল্যাটে তরুণীকে রেখে পালালেন চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
ফ্ল্যাটে তরুণীকে রেখে পালালেন চেয়ারম্যান

রাজশাহীতে একটি ফ্ল্যাটে পুলিশি অভিযানের সময় এক তরুণীকে (২২) রেখে দৌড়ে পালিয়েছেন নবনির্বাচিত একজন ইউপি চেয়ারম্যান।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর নিউমার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ নামে একটি বিপণিবিতানের ওপরের আবাসিক ফ্লোরে এ অভিযান চালানো হয়। ফ্ল্যাট থেকে তরুণীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। চেয়ারম্যান সোহেল রানা গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউপি নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

থিম ওমর প্লাজায় সোহেলের ফ্ল্যাটে অভিযান চালিয়েছিলেন নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর আলী।

তিনি বলেন, ‘ফ্ল্যাট থেকে দুজনকে বের করে থানায় নেওয়া হবে, ঠিক এমন সময় দৌড়ে সোহেল পালিয়ে গেছেন। তাই তাঁকে ধরা সম্ভব হয়নি।’

ইনচার্জ আকবর আলী আরও জানান, আটকের পর ওই তরুণী পুলিশের কাছে প্রথমে দাবি করেন, তাঁর জন্ম নিবন্ধন সনদে ভুল আছে। সেটি ঠিক করে দেওয়ার জন্য সোহেল তাঁকে ফ্ল্যাটে আনেন। তবে সোহেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বই গ্রহণ করেননি। তাঁর শপথও হয়নি। নিবন্ধন সনদ তিনি ঠিক করতেই পারবেন না এমনটি জানালে পরে জেরার মুখে ওই তরুণী সোহেলের সঙ্গে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ কারণে দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শুক্রবার ওই তরুণীকে আদালতে পাঠানো হয়েছে। সোহেলকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে কথা বলার জন্য গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা ফোন করা হয় চেয়ারম্যান সোহেল রানাকে। কিন্তু ওপাশ থেকে সাড়া মেলেনি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত