Ajker Patrika

বিক্রি করা সেই শিশুকে ফিরে পেলেন মা-বাবা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮: ৩৪
বিক্রি করা সেই শিশুকে ফিরে পেলেন মা-বাবা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামের পরিমল ও কাজল দম্পতি তাঁদের বিক্রি হওয়া ১৮ দিনের শিশুকন্যাকে কোলে ফিরে পেয়েছেন। নেছারাবাদ থানা-পুলিশের প্রচেষ্টায় বিক্রির মধ্যস্থতাকারী আরতী রানী সন্ধ্যার মাধ্যমে গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

১৮ দিনের শিশুকন্যাকে ফিরে পেয়ে মা কাজল রানী অশ্রুসিক্ত হয়ে পড়েন। তবে শিশুকন্যাটির মা কাজলের দুই চোখে এখন কেবল হতাশা। তাঁদের নিজেদের কোনো জায়গা-জমি নেই। ছেলেমেয়েদের নিয়ে অন্যের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে থাকতেন। কাজল বলেন, আগামীকাল রোববার তাঁদের ঘর মালিক বাড়িতে আসবেন। ঘর ছাড়ার জন্য তাঁদের নির্দেশ দিয়েছেন।

প্রতিবেশী সবিতা মিস্ত্রী (৬৫) বলেন, পরিমল দম্পতি বিক্রি হওয়া শিশু ফিরে পেয়ে তাঁরা খুবই আনন্দিত। তবে ঘর মালিক রোববার বাড়িতে এসে ঘরে তালা ঝুলাবেন। তাঁরা এখন কোথায় থাকবেন।

জানা গেছে, পরিমল ব্যাপারীর অভাবের সুযোগ নিয়ে বিজন হালদার ও তাঁর সহযোগী রণজিত মণ্ডল তাঁর ১৮ দিনের শিশুকন্যাকে বিক্রি করতে প্রলুব্ধ করেন। পরিমল ব্যাপারীর অভিযোগ, এক লাখ ৬৫ হাজার টাকায় তাঁর সন্তান বিক্রি করা হলেও তাঁকে মাত্র ১০ হাজার টাকা দিয়ে বাকিটা তাঁরা আত্মসাৎ করেন।

গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে শিশু বিক্রির খবর ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে ওঠে। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন শিশু বিক্রির মধ্যস্থতাকারী ও ক্রেতা দম্পতির আত্মীয় আতা গ্রামের সুকুমার রায়ের স্ত্রী আরতী রানী ওরফে সন্ধ্যা রায়। ওই রাতেই শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। তবে সন্তান বিক্রির সঙ্গে জড়িত টাকা আত্মসাৎকারী বিজন হালদার এবং রণজিৎ মণ্ডল গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, উদ্ধার করা শিশুকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। শিশু বিক্রির বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত