Ajker Patrika

ঘাস মারার ওষুধে ঝলসে গেল ধানগাছ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৯
ঘাস মারার ওষুধে ঝলসে গেল ধানগাছ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস মারার আগাছানাশক ছিটিয়ে পাঁচ বিঘা জমির ধানগাছ ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক আমিনুর রহমান দাবি করেছেন।

উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী আমিনুর এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ১৩ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক আমিনুর নিজের পাঁচ বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ওমর আলী ও সোবাহানসহ বেশ কয়েকজন গত শুক্রবার রাতে খেতে ক্ষতিকর আগাছানাশক ছিটিয়ে দেন। এতে ধানগাছগুলো বিবর্ণ হয়ে মরে যায়।

আমিনুর বলেন, ‘ওমর আলীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই শত্রুতার জেরে গত শুক্রবার রাতের আঁধারে ওমর আলীসহ বেশ কয়েকজন আমার পাঁচ বিঘা জমির ধানখেত ঘাস মারার ওষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে ওমর আলী বলেন, ‘আমি রংপুরে বসবাস করি। আমি কীভাবে গ্রামে গিয়ে তাঁদের ধানখেত নষ্ট করি? তাঁরা নিজেই খেত নষ্ট করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।’

ধানের খেত সরেজমিনে দেখে এসেছেন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি জানান, তিনি ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘বিষয়টি শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখত আবেদন করতে বলছি। ক্ষতিগ্রস্ত ধানখেত দ্রুত পরিদর্শন করা হবে।’ এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার তথ্য জানিয়েছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত