Ajker Patrika

বেরসিক পুলিশ!

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
বেরসিক পুলিশ!

প্রেমের টানে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩)। খবর পেয়ে থানা-পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠিয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়ার এক গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ওই কিশোরীর সঙ্গে চলতি বছরের শুরুতে একই গ্রামের এক যুবকের (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই কিশোরী গত আগস্ট মাসে যুবকের বাড়িতে গিয়ে ওঠে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে যুবকের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। পুলিশ ওই যুবককে আটক করে জেলহাজতে পাঠায়। আর ওই কিশোরীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানান, গত বুধবার ওই যুবক জামিনে বাড়ি আসেন। সে খবর শুনে ওই কিশোরী গতকাল আবারও ওই যুবকের বাড়িতে গিয়ে ওঠে। দুপুরে যুবকের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তবে এবার কিশোরীকে নিজ পরিবারের কাছে না দিয়ে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠিয়ে দেওয়া হয়।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে আমরা কিশোরীকে তার প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে আদালতে পাঠাই। কিশোরী তার প্রেমিককে বিয়ে করতে চায়। আদালত কিশোরীর বয়স বিবেচনা করে তাকে সেফ হোমে পাঠিয়েছেন।’

ওসি আরও বলেন, মেয়েটি স্বেচ্ছায় প্রেমিকের বাড়িতে চলে আসার বিষয়টি স্বীকার করেছে। তাই যুবককে আটক করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত