Ajker Patrika

ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৪
ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ কাল শুরু

দুই ডোজের টিকা নেওয়া ষাটোর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ শুরু হচ্ছে আগামীকাল রোববার। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, বুস্টার ডোজ দিতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনো যেহেতু গ্রামের অনেক বয়স্ক মানুষ দুই ডোজের টিকা পাননি, তাই আপাতত শহরেই দেওয়া হতে পারে।

গতকাল মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, যাঁরা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে যা রোববার বা সোমবার শুরু হবে। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসেছে। শীতের মধ্যে আর কোনো ঢেউ যেন না আসে, এ বিষয়ে এখনই সতর্ক হতে হবে।

এর আগে ১১ ডিসেম্বর বয়স্কদের বুস্টার ডোজ দিতে সরকারের তরফে নেওয়া সিদ্ধান্তে সম্মতি জানায় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের (সম্মুখসারি) মধ্যে যাঁদের দুই ডোজ টিকা নেওয়ার সময় অন্তত ছয় মাস হয়েছে, আপাতত তাঁদেরই বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করে কমিটি।

সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৪৯ জনকে। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮৮৬ জনকে। এ ছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৩০৪ জন শিক্ষার্থীকে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফেব্রুয়ারিতে টিকাদান কার্যক্রম শুরুর পর দেশে এখন পর্যন্ত মোট জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। গতকাল অধিদপ্তরের ওয়েবসাইটে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ মানুষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত