বগুড়া প্রতিনিধি
দুই পক্ষের টান টান উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার নবগঠিত বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটির পরিচিতি সভা হয়েছে। তবে তারা ছাত্রলীগের অপর অংশের বাধার মুখে পড়ে দলীয় কার্যালয়ে ঢুকতে এবং কার্যালয়সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে পারেনি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এ পরিচিতি সভায় যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা যোগ দেন নবগঠিত ছাত্রলীগের কমিটির নেতাদের সঙ্গে। পরে তাঁরা বিশাল মিছিল নিয়ে শহরের সাতমাথায় আসেন। তবে তাঁদের বাধা দিতে সাতমাথাসংলগ্ন টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগের আরেক অংশের নেতা-কর্মীরা।
এ সময় দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ের ৫০ গজ দূরে মুজিব মঞ্চে সমাবেশ ও পরিচিতি সভা করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত আরেক অংশের নেতা-কর্মীদের পাশে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।
এদিকে গতকাল সকালে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে চরম উত্তেজনা দেখা দেয় শহরজুড়ে। সকাল থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা থেকে শহরে আসেন। এ সময় শহরতলির ছাতিয়ানতলায় সারিয়াকান্দি উপজেলা থেকে নবগঠিত কমিটির সমাবেশে যোগ দিতে যাওয়া দুটি বাসে হামলা হয়। ওই দুই বাস ভাঙচুর ও মারপিটে তিন কর্মী আহত হন বলে জানান নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা।
এরপর নবগঠিত কমিটির সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীরা শহরের আলতাফুন নেছা খেলার মাঠে সমবেত হন। সেখানে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যোগ দেন।
মিছিল নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় শহরের সাতমাথা চত্বরে।
সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকারী আরেক অংশের নেতা-কর্মীদের ঘিরে ফেলেন। মুজিব মঞ্চ ও দলীয় কার্যালয়ের মাঝামাঝি জায়গায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। আলতাফুন নেছা খেলার মাঠ থেকে মিছিলসহ নবগঠিত কমিটির নেতারা সাতমাথায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে মুজিব মঞ্চে সমাবেশ করে চলে যান।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘সদ্য ঘোষিত কমিটির কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার অনুরোধ করছি।’
বিক্ষোভকারীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন বলেন, ‘সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দিন পর জেলা আওয়ামী লীগের সভা হবে; সেখানে এই কমিটির বিতর্কিত নেতাদের তালিকা করে কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এই দুই দিন বিক্ষোভ কর্মসূচি স্থগিত থাকবে।’
দুই পক্ষের টান টান উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার নবগঠিত বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটির পরিচিতি সভা হয়েছে। তবে তারা ছাত্রলীগের অপর অংশের বাধার মুখে পড়ে দলীয় কার্যালয়ে ঢুকতে এবং কার্যালয়সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে পারেনি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এ পরিচিতি সভায় যোগ দিতে জেলার বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা যোগ দেন নবগঠিত ছাত্রলীগের কমিটির নেতাদের সঙ্গে। পরে তাঁরা বিশাল মিছিল নিয়ে শহরের সাতমাথায় আসেন। তবে তাঁদের বাধা দিতে সাতমাথাসংলগ্ন টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রলীগের আরেক অংশের নেতা-কর্মীরা।
এ সময় দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ের ৫০ গজ দূরে মুজিব মঞ্চে সমাবেশ ও পরিচিতি সভা করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত আরেক অংশের নেতা-কর্মীদের পাশে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।
এদিকে গতকাল সকালে নবগঠিত কমিটির নেতারা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে চরম উত্তেজনা দেখা দেয় শহরজুড়ে। সকাল থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা থেকে শহরে আসেন। এ সময় শহরতলির ছাতিয়ানতলায় সারিয়াকান্দি উপজেলা থেকে নবগঠিত কমিটির সমাবেশে যোগ দিতে যাওয়া দুটি বাসে হামলা হয়। ওই দুই বাস ভাঙচুর ও মারপিটে তিন কর্মী আহত হন বলে জানান নবগঠিত কমিটির সভাপতি সজীব সাহা।
এরপর নবগঠিত কমিটির সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীরা শহরের আলতাফুন নেছা খেলার মাঠে সমবেত হন। সেখানে ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা যোগ দেন।
মিছিল নিয়ে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকবেন, এমন খবরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় শহরের সাতমাথা চত্বরে।
সহিংসতা এড়াতে পুলিশ সদস্যরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভকারী আরেক অংশের নেতা-কর্মীদের ঘিরে ফেলেন। মুজিব মঞ্চ ও দলীয় কার্যালয়ের মাঝামাঝি জায়গায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। আলতাফুন নেছা খেলার মাঠ থেকে মিছিলসহ নবগঠিত কমিটির নেতারা সাতমাথায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়েন। পরে তাঁরা দলীয় কার্যালয়ে ঢুকতে না পেরে মুজিব মঞ্চে সমাবেশ করে চলে যান।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, ‘সদ্য ঘোষিত কমিটির কারও বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এ নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার অনুরোধ করছি।’
বিক্ষোভকারীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন বলেন, ‘সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই দিন পর জেলা আওয়ামী লীগের সভা হবে; সেখানে এই কমিটির বিতর্কিত নেতাদের তালিকা করে কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এই দুই দিন বিক্ষোভ কর্মসূচি স্থগিত থাকবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫