মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার প্রধান সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন মাস ধরে উপজেলার আদুরভিটি বোর্ড স্কুল থেকে দেওয়ানজি কান্দি পর্যন্ত সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ করছে পৌর কর্তৃপক্ষ। ১১ হাজার ভোল্টেজসম্পন্ন এই খুঁটিটি পড়েছে রাস্তার মাঝখানে। এতে বড় গাড়ি আটকে অনেক সময় যানজট লেগে যাচ্ছে এই সড়কে। এ ছাড়া রাতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক লতিফ বলেন, আগে রাস্তা ছোট ছিল। তখন বিদ্যুতের খুঁটি রাস্তার পাশে থাকাকে চলাচলে তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন রাস্তা বড় করায় বিদ্যুতের খুঁটি একেবারে রাস্তার মাঝখানে চলে এসেছে। বিদ্যুতের খুঁটিগুলো তাড়াতাড়ি সরানো প্রয়োজন। না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হজরত আলী নামের এক গাড়িচালক বলেন, ‘সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে, বিদ্যুতের পিলার (খুঁটি) এখনই সরানো উচিত। সব কাজের আগে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এই সড়কে যা হচ্ছে, তা হলো পরিকল্পনাবিহীন কাজ। কাজ শেষে একদিকে কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাবে, অন্যদিকে নানা অজুহাত তৈরি করবে বিদ্যুৎ বিভাগ। ফলে খুঁটি রয়েই যাবে। এতে দুর্ঘটনার মাধ্যমে প্রাণহানির আশঙ্কা যেমন থাকবে তেমনি সড়ক প্রশস্তকরণের কোনো সুফল আসবে না।’
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। ফলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খুঁটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
এ বিষয়ে ছেংগারচর পৌরসভার সচিব আবু সুফিয়ান খান বলেন, সড়কের কাজ চলমান। বিদ্যুতের খুঁটি সড়ক থেকে সরিয়ে ফেলার জন্য আবেদন করা হয়েছে। খুঁটি অপসারণের কাজ প্রক্রিয়াধীন।
এদিকে গত শনিবার এই খুঁটি অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে পৌরসভার অর্থায়নে এক কিলোমিটার রাস্তা পাকাকরণে নিম্নমানের ইটসহ বিভিন্ন মালামাল ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম, নুরুল মুন্সি, আবুল হোসেন সরদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ সিকদার, যুবলীগের নেতা নাজমুল খান, শাহিন আলম, ফয়েজ আহমেদ ফাঁকা, নাছির উদ্দিন খান, ইসমাইল হোসেন বাবু, ইউসুফ লস্করসহ অনেকে।
বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার প্রধান সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন মাস ধরে উপজেলার আদুরভিটি বোর্ড স্কুল থেকে দেওয়ানজি কান্দি পর্যন্ত সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণকাজ করছে পৌর কর্তৃপক্ষ। ১১ হাজার ভোল্টেজসম্পন্ন এই খুঁটিটি পড়েছে রাস্তার মাঝখানে। এতে বড় গাড়ি আটকে অনেক সময় যানজট লেগে যাচ্ছে এই সড়কে। এ ছাড়া রাতে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক লতিফ বলেন, আগে রাস্তা ছোট ছিল। তখন বিদ্যুতের খুঁটি রাস্তার পাশে থাকাকে চলাচলে তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন রাস্তা বড় করায় বিদ্যুতের খুঁটি একেবারে রাস্তার মাঝখানে চলে এসেছে। বিদ্যুতের খুঁটিগুলো তাড়াতাড়ি সরানো প্রয়োজন। না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হজরত আলী নামের এক গাড়িচালক বলেন, ‘সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে, বিদ্যুতের পিলার (খুঁটি) এখনই সরানো উচিত। সব কাজের আগে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। এই সড়কে যা হচ্ছে, তা হলো পরিকল্পনাবিহীন কাজ। কাজ শেষে একদিকে কর্তৃপক্ষ দায় এড়িয়ে যাবে, অন্যদিকে নানা অজুহাত তৈরি করবে বিদ্যুৎ বিভাগ। ফলে খুঁটি রয়েই যাবে। এতে দুর্ঘটনার মাধ্যমে প্রাণহানির আশঙ্কা যেমন থাকবে তেমনি সড়ক প্রশস্তকরণের কোনো সুফল আসবে না।’
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী বলেন, খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। ফলে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খুঁটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।
এ বিষয়ে ছেংগারচর পৌরসভার সচিব আবু সুফিয়ান খান বলেন, সড়কের কাজ চলমান। বিদ্যুতের খুঁটি সড়ক থেকে সরিয়ে ফেলার জন্য আবেদন করা হয়েছে। খুঁটি অপসারণের কাজ প্রক্রিয়াধীন।
এদিকে গত শনিবার এই খুঁটি অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে পৌরসভার অর্থায়নে এক কিলোমিটার রাস্তা পাকাকরণে নিম্নমানের ইটসহ বিভিন্ন মালামাল ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজী, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, আওয়ামী লীগের নেতা সফিকুল ইসলাম, নুরুল মুন্সি, আবুল হোসেন সরদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ সিকদার, যুবলীগের নেতা নাজমুল খান, শাহিন আলম, ফয়েজ আহমেদ ফাঁকা, নাছির উদ্দিন খান, ইসমাইল হোসেন বাবু, ইউসুফ লস্করসহ অনেকে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫