Ajker Patrika

ডুবন্ত জাহাজ উদ্ধার শুরু

অভয়নগর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩৩
ডুবন্ত জাহাজ উদ্ধার শুরু

যশোরের অভয়নগরের ভৈরব নদে ইউরিয়া সার নিয়ে ডুবে যাওয়া এমভি শারিব বাঁধন জাহাজটির উদ্ধারকাজ ১৫ দিন পর শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আট সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।

জাহাজ মালিকের উদ্যোগে এ উদ্ধারকাজ শুরু হয়। এত দিন জোয়ারে নৌযান চলাচলে সমস্যা না হলেও ভাটার সময় সমস্যা হচ্ছিল।

সরেজমিনে বৃহস্পতিবার সকালে পীরবাড়ী ঘাটে গিয়ে দেখা গেছে, একটি ইঞ্জিন চালিত নৌকায় ডুবুরি দল কাজ করছে। তাঁরা ডুবে যাওয়া জাহাজ থেকে ছোট ছোট মালামাল উদ্ধার করছেন। নদীপাড়ে নৌপুলিশের তিনজন সদস্য এবং ডুবে যাওয়া জাহাজের মাস্টার, সুকানিসহ অন্যান্যরা দাঁড়িয়ে আছেন।

উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরি দলের সদস্য শাহিন আহম্মেদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঢাকা থেকে আট সদস্যের একটি ডুবুরি দল এসেছি। প্রাথমিক পর্যায়ে ডুবন্ত জাহাজ থেকে ছোট ছোট মালামাল উদ্ধার করছি।’ উদ্ধারকাজ শেষ হতে এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে তিনি জানান।

জাহাজের মাস্টার সজীব হোসেন বলেন, ‘জাহাজ মালিকের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ডুবুরি দল চুক্তিভিত্তিক কাজ করছেন।’

খুলনা নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আশরাফ হোসেন বলেন, ‘অভয়নগরের ভৈরব নদে ডুবে যাওয়া এমভি শারিব বাঁধন জাহাজ উদ্ধারের প্রস্তাব দেওয়া হলেও মালিকপক্ষ তা নাকচ করে দেন। গত ৯ ফেব্রুয়ারি নওয়াপাড়া নদীবন্দর এলাকায় বিশেষ নৌ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। শুনেছি বৃহস্পতিবার থেকে মালিকপক্ষ নিজ উদ্যোগে উদ্ধার কাজ শুরু করেছে।’

নওয়াপাড়া নদীবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘ডুবে যাওয়া এমভি শারিব বাঁধন জাহাজটি ১৫ দিনের মধ্যে উদ্ধার না করায় জাহাজ মালিকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত