Ajker Patrika

ছেলের কাঁধে চড়ে ভোট দিলেন বৃদ্ধা হামফুল

মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ২৩
ছেলের কাঁধে চড়ে ভোট দিলেন বৃদ্ধা হামফুল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপির) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ছেলের কাঁধে চড়ে ভোট দিয়েছেন এক বৃদ্ধা। বেলা ১১টার দিকে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্যানে শুয়ে নির্বাচনে ভোট দিতে আসেন তিনি।

ওই বৃদ্ধার নাম হামফুল বেগম (৯০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের মৃত দানেস আলী মণ্ডলের স্ত্রী।

হামফুল বেগম বলেন, ‘ব্যাটারে ম্যালাই প্রার্থী বাড়িতে যায়্যা ভোট চাহ্যাছে। তাঁরাকে কহ্যাছি ভোট দেব। তাঁর লাইগ্যাই ভোট দিতে আইসসি। কত দিন বাঁচব জানি না। তবে বয়স যেহেতু হয়ে গেছে, যেকোনো সময় মরে যেতে পারি। যাঁরা ভালো প্রার্থী তাঁকেই ভোট দিনু।’

হামফুল বেগমের ছেলে আবদুল জাব্বার বলেন, যেকোনো ভোট হলে মা আনন্দ নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসে। এবার মা অসুস্থ। বয়সও হয়েছে। হাঁটাচলাও করতে পারে না। তাই ভ্যানগাড়ি থেকে নামিয়ে ঘাড়ে করে বুথের ভেতরে নিয়ে ভোট দেওয়া হয়েছে।

আঁখি খাতুন নামে হামফুল বেগমের নাতি বলেন, ভোট দেওয়ার জন্য দাদি সকাল থেকে প্রস্তুত হয়। বাড়ির সবাইকে ভোট দেওয়ার জন্য বলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮টি ইউনিয়নে ৮৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারেরা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ভোটারেরা ৮৬ ভোটকেন্দ্রে শান্তি ও সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথমবার গোমস্তাপুর ইউপিতে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত